মনীষ পল একজন ভারতীয় টেলিভিশন উপস্থাপক, মডেল এবং অভিনেতা।[১] তিনি প্রথমে রেডিও জকি এবং ভিজে হিসেবে রুপালি দুনিয়ায় প্রবেশ করেন এবং তারপর তিনি স্টান্ড-আপ-কমেডি এবং উপস্থাপকের পাশাপাশি অভিনয় করাও শুরু করেন।[২]
পেছনের জীবন
পল মালভিয়া নগর, দিল্লিতে এক বাঙ্গালি পরিবারে জন্মগ্রহণ করেন, যারা ব্যবসায়িক উদ্দেশ্যে শিয়ালদহ থেকে দিল্লিতে পাড়ি জমিয়েছিলো।[৩][৪]
তিনি নতুন দিল্লির আপিজেয়া স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছেন। এরপর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে টুরিজম এ বি.এ. সম্পন্ন করেছেন। এরপর তিনি তার দাদীর সাথে চেম্বুর, মুম্বাইয়ে থাকা শুরু করেন।[৩]
কর্মজীবন
প্রাথমিক জীবন
স্কুল এবং কলেজের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে পল তার কর্মজীবন শুরু করেন।[৪] পরে তিনি মুম্বাই চলে আসেন,[৫] যেখানে তিনি ২০০২ সালে স্টার প্লাস এর সানডে টেঙ্গো অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে প্রথম রুপালি পর্দায় কাজ করার সুযোগ পান,[৩] তিনি জি মিউজিক এর জন্য ভিজে হিসেবেও কাজ করেছেন,[৬] এবং তার সাথে তিনি রেডিও সিটির প্রভাতকালীন শো কাসাকাই মুম্বাই এর মাধ্যমে রেডিও জকির কাজও শুরু করেন।
অভিনয় জীবন
এরপর তিনি স্টার ওয়ান চ্যানেলের ঘোস্ট বানা দস্ত নাটকের ঘোস্ট চরিত্রে অভিনয় করেন। পল অনেকগুলো টিভি নাটকে অভিনয় করেন, এরমধ্যে রয়েছে এন্ডডিটিভি ইমাজিন এর রাধাকি বেটিয়া কুছ কর দিখায়েঙ্গি, জিনেক্সট এর জিন্দাদিল, স্টার ওয়ান এর সসশহহহহ...ফির কোই হ্যা, হুয়েল ঘার ঘার মে, জি টিভিরকাহানি শুরু উইথ লাভগুরু এবং ৯এক্স এর কুছ কুক হোতা হ্যা। কিন্তু ভালো না লাগায় তিনি টিভি নাটক করা বন্ধ করে দেন, এমনকি তিনি অভিনয় থেকে আট মাসের লম্বা বিরতিতে চলে যান।[২][৩]
যদিও তিনি বিভিন্ন চলচ্চিত্রে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন, যেমন: অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ এর তিস মার খান (২০১০)।[৭]মিকি ভাইরাস (২০১৩) চলচ্চিত্রের মাধ্যমে পল চলচ্চিত্রে প্রধান চরিত্রে আত্মপ্রকাশ করেন, যার জন্য তিনি অনেক প্রশংসা লাভ করেন।[৮][৯]
টেলিভিশন উপস্থাপক
পরবর্তিকালে, পল টেলিভিশন উপস্থাপক হিসেব তার কর্মজীবন শুরু করেন এবং সা রে গা মা পা ছোটে উস্তাদ এর উপস্থাপনার মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন এবং এরপর তিনি স্টান্ড আপ কমেডি সিরিজ কমেডি সারকাসও তিনি উপস্থাপনা করেন।[৭] তার সাথে তিনি জি টিভিতে প্রচারিত ডান্স ইন্ডিয়া ডান্স লিল মাস্টারও উপস্থাপনা করেন। তাছাড়া জি টিভিতে প্রচারিত সেলিব্রিটি গানের প্রতিযোগিতা স্টার ইয়া রকস্টারে প্রতিযোগী হিসেবে অংশ নেন এবং কালার্স টিভিতে প্রচারিত হওয়া নাচের প্রতিযোগিতা অনুষ্ঠান জালাখ দিখলাযার উপস্থাপক হিসেবে অংশ নেন।[২]
২০১১ সালে জি টিভিতে প্রচারিত ডান্স ইন্ডিয়া ডান্স লিল মাস্টার উপস্থাপনার জন্য সেরা উপস্থাপকের পুরস্কার জিতে নেন।[১০]
পল ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে প্রচারিত সাইন্স অফ স্টুপিড এর উপস্থাপনার দায়িত্বও পালন করেন। একাধিক বছর পল বিভিন্ন পুরস্কার অনুষ্ঠানেও উপস্থাপকের দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে তিনি সনি টিভিরইন্ডিয়ান আইডল ১০ উপস্থাপনা করেন।[১০] এরপর পল স্টার প্লাস এর নাচ বালিয়ে ৯ উপস্থাপনা করেন।
ব্যক্তিগত জীবন
তিনি সন্যুক্তা পলকে বিয়ে করেন (বি. ২০০৭), যিনি একজন বাঙ্গালি। স্কুলে থাকতে তাদের দেখা হয়েছিল এবং ১৯৯৮ সালের শেষে তারা প্রেম করা শুরু করেন। তারপরে তাদের পরিবার এ ব্যপারে জানতে পারে এবং ২০০৭ সালে অবশেষে তারা বিয়ে করে ফেলে।[৬][১১]
↑ কখগঘ"Personal Agenda:Manish Paul"। Hindustan Times। ১০ আগস্ট ২০১৩। ১৬ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৩। I'm a die-hard Punjabi