মনপুরা সরকারি কলেজ

মনপুরা সরকারি কলেজ
মনপুরা সরকারি ডিগ্রি কলেজ
ধরনসরকারি
স্থাপিত১ সেপ্টেম্বর ১৯৯৬; ২৮ বছর আগে (1996-09-01)
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
ইআইআইএন১০১৫৯১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষইউসুফ মিয়া
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
২৯
শিক্ষার্থী৯৩৯
স্নাতক৫২১
অন্যান্য শিক্ষার্থী
৪১৮
ঠিকানা
হাজিরহাট
, ,
৮৩৬০
,
বাংলাদেশ
শিক্ষাঙ্গন৪.৩৪ একর
ভাষাবাংলা
ওয়েবসাইটmanpuradegreecollege.edu.bd

মনপুরা সরকারি ডিগ্রি কলেজ বাংলাদেশের ভোলা জেলার মনপুরা উপজেলার অন্তর্গত একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ডিগ্রি ও কিছু স্নাতক পর্যায়ের সার্টিফিকেট প্রদান করে।[]

ইতিহাস

কলেজটি ১৯৯৬ সালে উচ্চ মাধ্যমিক কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়, ১৯৯৭ সালে বি.এ (পাস) কোর্স ও ২০০১ সালে স্নাতক শ্রেনী খোলা হয়। ১ এপ্রিল ১৯৯৯ (1999-04-01) তারিখে কলেজটিকে প্রথম এমপিওভুক্ত করা হয়।[]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)"www.banbeis.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৪ 
  2. "সরকারি কলেজের তালিকা"www.banbeis.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!