মন মোহন সিং রায় ভারতীয় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত জেনারেল এবং সাবেক উপ সেনা প্রধান। তিনি জেনারেল ফিলিপ ক্যাম্পোজের জায়গায় উপ সেনা প্রধানের দায়িত্ব নিয়েছিলেন এবং মন মোহন ২০১৬ সালে অবসরে গেলে জেনারেল বিপিন রাওয়াত উপ সেনা প্রধান (পরে সেনাপ্রধান) হন।[১][২][৩][৪][৫]
পূর্ব জীবন এবং শিক্ষা
পুনের জাতীয় প্রতিরক্ষা বিত্যায়তন থেকে মন মোহন মৌলিক সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন এবং বোম্বে স্যাপার্স (ইঞ্জিনিয়ার্স কোর)-এ ১৯৭৬ সালে কমিশন লাভ করেছিলেন। স্টাফ কোর্স এবং এনডিসি কোর্স তিনি ভারতেই করেছিলেন।
সামরিক জীবন
১৯৭৬ সালের ১৫ই ডিসেম্বর সেনা জীবন শুরু হয় মন মোহনের ২য় লেফটেন্যান্ট পদবীতে। সাঁজোয়া ইঞ্জিনিয়ার ব্যাটেলিয়নের অধিনায়কত্ব, মাউন্টেন ব্রিগেডের অধিনায়কত্ব, একটি কোরের অধিনায়কত্ব করা মন মোহন জীবনের অধিকাংশ সময়েই সেনা সদরে বিভিন্ন দায়িত্ব পেয়েছিলেন, তিনি কোনো ডিভিশনের নেতৃত্ব দেননি।
তথ্যসূত্র