মন বসে না পড়ার টেবিলে

মন বসে না পড়ার টেবিলে
চলচ্চিত্রের বাণিজ্যিক পোস্টার
পরিচালকআব্দুল মান্নান
প্রযোজকমোহাম্মদ হেলাল উদ্দিন হেলু
মোহাম্মদ এমাম হোসেন
রচয়িতামোহাম্মদ হেলাল উদ্দিন হেলু
শ্রেষ্ঠাংশেরিয়াজ
শাবনুর
নিপুন
এটিএম শামসুজ্জামান
ডলি জহুর
মিশা সওদাগর
সুরকারদেবেন্দ্রনাথ চট্টপাধ্যায়
চিত্রগ্রাহকএ কে কাইয়ুম
সম্পাদকচিশতি জামাল
পরিবেশকগাজীপুর চলচ্চিত্র
মুক্তি২০০৯
স্থিতিকাল১৪২ মিনিট
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা

মন বসে না পড়ার টেবিলে ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী বাংলা রোমান্টিক কমেডি চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আব্দুল মান্নান এবং ছবির প্রধান ভুমিকায় অভিনয় করেছেন রিয়াজশাবনুর। এছাড়াও কয়েকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, সাদেক বাচ্চু ও দুলারী।

শ্রেষ্ঠাংশে

সম্মাননা

মন বসে না পড়ার টেবিলে কমেডি ধাঁচের এই চলচ্চিত্রটি ২০০৯ সালে ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ সেরা কৌতুক অভিনেতা পুরস্কার পুরস্কার নাভ করে।[][][]

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

সংগীত

মন বসে না পড়ার টেবিলে চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন দেবেন্দ্রনাথ চট্টপাধ্যায়। ছবিতে মোট ছয়টি গান রয়েছে।

তথ্যসূত্র

  1. "দৈনিক জনকন্ঠে প্রকাশিত ২০০৯ সালের পুরস্কারপ্রাপ্তদের তালিকা"। ২০১৪-০১-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৮ 
  2. http://www.banglanews24.com/beta/printpage/page/262033.html[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৯
  3. http://www.banglanews24.com/beta/printpage/page/262594.html[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] জমকালো আয়োজনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!