মধু শর্মা |
---|
জন্ম | (1984-12-13) ১৩ ডিসেম্বর ১৯৮৪ (বয়স ৪০)
|
---|
জাতীয়তা | ভারতীয় |
---|
পেশা | |
---|
কর্মজীবন | ২০০৫- বর্তমান |
---|
মধু শর্মা একজন বলিউড, তামিল ও ভোজপুরী চলচ্চিত্র অভিনেত্রী। মধু তার অভিনয় জীবন শুরু করে দ্য ফ্লাগ নামক চলচ্চিত্রে অভিনয়ের মধ্যমে। এরপর ২০০৫ সালে ভেনুসের একটি এলবামেও অভিনয় করে এবং এলবামটি বাণিজ্যিকভাবে সফল হওয়ায় সোলোকাম নামে একটি তামিল চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পায়; যেটি পরিচালক ভারত দ্বারা পরিচালিত। এর পর তিনি তামিল ও ভোজপুরী চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করা শুরু করেন। তিনি পবন সিং পরিচালিত মা তুঝে সালাম চলচ্চিত্রে অভিনয়ের জন্যও পরিচিত। [১][২][৩][৪]
প্রাথমিক জীবন ও শিক্ষা
মধু শর্মা ১৩ ডিসেম্বর ১৯৮৪ সালে রাজস্থানের, জয়পুরে একটি মাড়ওয়ারী পরিবারে জন্মগ্রহণ করেন। মধু তার শিক্ষাজীবন জয়পুরের একটি প্রাথমিক বিদ্যালয়ে শুরু করেন এবং স্নাতক পর্যন্ত শিক্ষা অর্জন করেন।
অভিনয় জীবন
মধু তার কর্মজীবন শুরু করেন দ্য ফ্লাগ নামক একটি হিন্দী চলচ্চিত্রের মাধ্যমে। এরপর তিনি একটি ভোজপুরী এলবামেও অভিনয় করেন। এভাবে তিনি তার অভিনয় জীবন শুরু করেন। তার অভিনীত ভোজপুরী বোয়গুলির মধ্যে দুলহে রাজা, গুলামী ইত্যাদি উল্লেখ্য।
বোয়সমূহ
সাল |
বোয় |
সহশিল্পী |
ভাষা
|
১৯৯৫ |
ড্যান্স পার্টী |
|
হিন্দী
|
১৯৯৮ |
হাপ্তা ওয়াশুলী |
|
হিন্দী
|
২০০২ |
হম হ্যায় প্যার ম্যে |
|
হিন্দী
|
২০০৫ |
আদিরিন্দ্য চন্দ্রম |
|
তামিল
|
২০০৫ |
শ্লোকাম |
অম্বিকা, ব্রহ্মানন্দ |
তামিল
|
২০০৫ |
গৌতম এস এস সি |
|
তামিল
|
২০০৬ |
পার্টী |
|
তামিল
|
২০০৬ |
পৌরনামী |
|
তামিল
|
২০০৭ |
ট্রাফিক সিগনাল |
|
তামিল
|
২০১০ |
কোথি মুকা |
|
তামিল
|
২০১০ |
এমাইন্ধী |
|
তামিল
|
২০১১ |
কোড়ি পুঞ্জু |
|
তামিল
|
২০১২ |
লাভ রেসিপ |
|
হিন্দী
|
২০১৩ |
দুলহে রাজা |
দিনেশলাল যাদব, অনুপ অরোরা, অভয় রাই, বন্দিনী মিশ্রা |
ভোজপুরী
|
২০১৪ |
বড়দিবসচ্যা হার্দিক শুভেচ্ছা |
রাজেশ ভোসলে |
মারাঠী
|
২০১৪ |
যোদ্ধা |
রবি কিষাণ, পবন সিং |
ভোজপুরী
|
২০১৪ |
ছাপরা কে প্রেমকাহিনী |
রবি কিষাণ, রজন মদী, সীমা সিং, বৃজেশ্ব ত্রিপতী |
ভোজপুরী
|
২০১৫ |
গুলামী |
দিনেশলাল যাদব, কুণাল সিং, সুভী শর্মা |
ভোজপুরী
|
তথ্যসূত্র
বহিঃসংযোগ
ইন্টারনেট মুভি ডেটাবেজে মধু শর্মা (ইংরেজি)