মঞ্জিল (হিন্দি: मंज़िल; অর্থঃ গন্তব্য) হচ্ছে ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র। বসু চট্টোপাধ্যায় পরিচালিত চলচ্চিত্রটির নায়ক-নায়িকা ছিলেন অমিতাভ বচ্চন এবং মৌসুমী চট্টোপাধ্যায়;[১] এই চলচ্চিত্রটি ছিলো আসলে মৃণাল সেনের বাংলা চলচ্চিত্র আকাশ কুসুম (১৯৬৫) এর পুনঃনির্মাণ যদিও এই চলচ্চিত্রটির কাহিনী আকাশ কুসুমের কাহিনীর মতো পুরোপুরি ছিলোনা। আকাশ কুসুম দর্শপ্রিয়তা পায়নি তবে এই মঞ্জিল অনেক দর্শকপ্রিয়তা পেয়েছিলো এবং এই চলচ্চিত্রটির গানগুলোও অনেক মানুষ তাদের স্মৃতিতে অনেক দিন ধরে রেখেছিলো। বোম্বে শহরের বৃষ্টিতে ভিজছেন অমিতাভ এবং মৌসুমী - এরকম একটি দৃশ্যের গান হলো রিম ঝিম গিরে সাওয়ান, লতা মঙ্গেশকরের গাওয়া এই গানটি কালজয়ী গানের মর্যাদা পেয়ে যায়।[২]
অভিনয়ে
গানের তালিকা
চলচ্চিত্রটির গানগুলোর সুরকার ছিলেন রাহুল দেব বর্মণ এবং গীতিকার ছিলেন যোগেশ।[৩]
তথ্যসূত্র
বহিঃসংযোগ