ভি. আর. সুনীল কুমার

ভি. আর. সুনীল কুমার

ভিআর সুনীল কুমার ১৪তম এবং ১৫তম কেরল বিধানসভার সদস্য। তিনি কোডুঙ্গাল্লুর আসনের প্রতিনিধিত্ব করেন এবং ভারতের কমিউনিস্ট পার্টির অন্তর্গত। [] তিনি ভি কে রাজনের ছেলে, কেরালা বিধানসভার চারবারের সদস্য [] এবং প্রাক্তন কৃষিমন্ত্রী। []

ব্যক্তিগত জীবন

ভিআর সুনীল কুমার ভি কে রাজন (প্রাক্তন মন্ত্রী) এবং কে কে সাথীর পুত্র হিসাবে ১০ মার্চ ১৯৬৯ সালে ত্রিশুর জেলার কোডুঙ্গাল্লুরে জন্মগ্রহণ করেন। তিনি শ্রীভা আর এর সাথে বিবাহিত এবং দম্পতির দুই পুত্র রয়েছে। []

শিক্ষা

তিনি বিএ এবং এলএল করেছেন।

তথ্যসূত্র

  1. "VR Sunil Kumar - Kodungallur LDF Candidate Kerala Assembly Elections 2016, Votes, Lead"www.keralaassembly.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৮ 
  2. "Kerala State - Everything about Kerala"www.stateofkerala.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৮ 
  3. "Kodungallur"ManoramaOnline। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৮ 
  4. "Kerala State Legislative Assembly"www.niyamasabha.nic.in। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০৬ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!