ভিআর সুনীল কুমার ১৪তম এবং ১৫তম কেরল বিধানসভার সদস্য। তিনি কোডুঙ্গাল্লুর আসনের প্রতিনিধিত্ব করেন এবং ভারতের কমিউনিস্ট পার্টির অন্তর্গত। [১] তিনি ভি কে রাজনের ছেলে, কেরালা বিধানসভার চারবারের সদস্য [২] এবং প্রাক্তন কৃষিমন্ত্রী। [৩]
ব্যক্তিগত জীবন
ভিআর সুনীল কুমার ভি কে রাজন (প্রাক্তন মন্ত্রী) এবং কে কে সাথীর পুত্র হিসাবে ১০ মার্চ ১৯৬৯ সালে ত্রিশুর জেলার কোডুঙ্গাল্লুরে জন্মগ্রহণ করেন। তিনি শ্রীভা আর এর সাথে বিবাহিত এবং দম্পতির দুই পুত্র রয়েছে। [৪]