ভকতপুর জেলা হচ্ছে নেপালের কাঠমান্ডু উপত্যকায় অবস্থিত দেশের সবচেয়ে ছোট জেলা। ভকতপুর হচ্ছে এই জেলার সদরদপ্তর। এই জেলার আয়তন ১১৯ কিমি২ (৪৬ মা২)। ২০১১ সালের আদমশুমারি অনুসারে এ জেলার লোকসংখ্যা ৩০৪,৬৫১ জন যাদের ভেতরে ৯৭০১ জন অনুপস্থিত ছিল (অধিকাংশ বাইরে কাজ করে)।[১]