ব্লো-ব্জাং-ম্খাস-ম্ছোগ

ব্লো-ব্জাং-ম্খাস-ম্ছোগ (তিব্বতি: བློ་བཟང་མཁས་མཆོགওয়াইলি: blo bzang mkhas mchog) (১৭৩৬-১৭৯২) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের তেষট্টিতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

ব্লো-ব্জাং-ম্খাস-ম্ছোগ ১৭৩৬ খ্রিষ্টাব্দে মধ্য তিব্বতের 'ফেন-য়ুল (ওয়াইলি: 'phen yul) অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ব্সাম-গ্রুব-ত্শে-রিং (ওয়াইলি: bsam grub tshe ring) এবং মাতার নাম ছিল আ-সো (ওয়াইলি: a so)। ছোট বেলায় বাড়ি থেকে পালিয়ে তিনি সে-রা বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভের উদ্দেশ্যে ভর্তি হন। ঙ্গাগ-দ্বাং-ত্শুল-খ্রিম্স (ওয়াইলি: ngag dbang tshul khrims) নামক একষট্টিতম দ্গা'-ল্দান-খ্রি-পা, ঙ্গাগ-দ্বাং-ব্যাম্স-পা (ওয়াইলি: ngag dbang byams pa) নামক প্রথম ফুর-ল্চোগ (ওয়াইলি: phur lcog), ঙ্গাগ-দ্বাং-'ফ্রিন-লাস-দ্পাল-ব্জাং (ওয়াইলি: ngag dbang 'phrin las dpal bzang) নামক ষষ্ঠ ল্চাগ্স-রা-স্প্রুল-স্কু (ওয়াইলি: lcags ra sprul sku) প্রভৃতি বিখ্যাত লামারা তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। গ্যুতো তন্ত্র মহাবিদ্যালয়ে শিক্ষালাভের পর তিনি এই মহাবিদ্যালয় ও দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের শার-র্ত্সে (ওয়াইলি: shar rtse) মহাবিদ্যালয়ের প্রধানের দায়িত্ব লাভ করেন। ১৭৯২ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের তেষট্টিতম প্রধানের দায়িত্ব লাভ করেন কিন্তু মাত্র ছয় মাস পরেই তার মৃত্যু হয়।[]

তথ্যসূত্র

  1. Chhosphel, Samten (জানুয়ারি ২০১১)। "The Sixty-Third Ganden Tripa, Lobzang Khechok"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-১৫ 
পূর্বসূরী
ব্লো-ব্জাং-স্মোন-লাম
ব্লো-ব্জাং-ম্খাস-ম্ছোগ
তেষট্টিতম দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
ব্লো-ব্জাং-ব্ক্রা-শিস

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!