ব্রেখিয়ে ডে ব্রাউয়ার (ওলন্দাজ: Bregje de Brouwer; জন্ম: ৯ মার্চ ১৯৯৯) হলেন একজন ওলন্দাজ সমলয় সাঁতারু, যিনি নেদারল্যান্ডসের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]
ব্রাউয়ার নেদারল্যান্ডসের হয়ে ২০২০ এবং ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি একটি ব্রোঞ্জ পদক জয়লাভ করেছেন।
প্রারম্ভিক জীবন
ব্রেখিয়ে ডে ব্রাউয়ার ১৯৯৯ সালের ৯ই মার্চ তারিখে নেদারল্যান্ডসের গোইর্লেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
খেলোয়াড়ি জীবন
ব্রাউয়ার নেদারল্যান্ডসের প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি নর্টিয়ে ডে ব্রাউয়ারের সাথে নেদারল্যান্ডসের দ্বৈত হিসেবে মহিলাদের দ্বৈত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন;[১] প্রতিযোগিতাটিতে তারা সর্বমোট ৫৫৮.৩৯৬৩ পয়েন্ট অর্জন করে ব্রোঞ্জ পদক জয়লাভ করেছেন; যেখানে টেকনিকাল এবং ফ্রি রুটিনে তারা যথাক্রমে ২৬৪.৭০৬৬ এবং ২৯৩.৬৮৯৭ পয়েন্ট পেয়েছিলেন।[৩][৪]
তথ্যসূত্র
বহিঃসংযোগ