ব্রুক কিনসেলা (অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার) (জন্ম ১৯ জুলাই ১৯৮৩) হলেন একজন ব্রিটিশ অভিনেত্রী, লেখিকা এবং ছুরিকাঘাতমূলক অপরাধ বিরোধী প্রচারক। শের থিয়েটার স্কুল থেকে স্নাতক সম্পন্নকারী কিনসেলা শৈশব থেকেই অভিনয় করছেন। টেলিভিশন এবং চলচ্চিত্রে তার বিভিন্ন ভূমিকা রয়েছে। তার সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা হল কেলি টেলর, তিনি ২০০১ থেকে ২০০৪ সালের মধ্যে বিবিসির দীর্ঘ সময় ধরে চলমান সোপ অপেরা ইস্টএন্ডার্স-এ অভিনয় করেছিলেন। ট্রু স্টারস একাডেমি নামে তার নিজস্ব একটি নাট্যবিদ্যালয় রয়েছে।
২০০৮ সালের জুন মাসে তাঁর সৎ ভাই বেন ছুরিকাঘাতে নিহত হওয়ায় পর কিনসেলার পরিবার ব্রিটিশ সংবাদপত্রের শিরোনামে আসেন। ।[৩] তার মৃত্যুর পর লন্ডনে ছুরির আঘাতে নিহত হওয়ার ঘটনায় কিনসেলার সাথে শত শত মানুষ বিক্ষোভ করে।
ব্যক্তিগত জীবন
কিনসেলার বাবা চার বছর বয়সে পরিবার ত্যাগ করেছিলেন এবং পরবর্তীতে তাঁর মা ডেবি এবং সৎ বাবা জর্জ তাঁকে বড় করেন, যাকে কিনসেলা তাঁর "আসল বাবা" হিসেবে বর্ণনা করেছেন।[৪]
কিনসেলা ২৮ ডিসেম্বর, ২০১৭ তারিখে তাঁর দীর্ঘমেয়াদী সঙ্গী সাইমন বোর্ডলিকে বিয়ে করেছেন।[৫] ২০২০ সালের ২২ সেপ্টেম্বর কিনসেলা তাঁদের প্রথম সন্তান এলসি রোজ জর্জিয়া বোর্ডলির জন্ম দেন।[৬]