ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন ফুটবল ক্লাব (/ˈbraɪtən ... ˈhoʊv/); সাধারণত ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন এফসি অথবা শুধুমাত্র ব্রাইটন নামে পরিচিত) হচ্ছে ব্রাইটন ভিত্তিক একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইংল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লিগ প্রিমিয়ার লিগে খেলে। এই ক্লাবটি ১৯০১ সালের ২৪শে জুন তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ব্রাইটন তাদের সকল হোম ম্যাচ ব্রাইটনের ফামার স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩০,৭৫০।[১] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন রোবের্তো দে জের্বি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন টনি ব্লুম। বর্তমানে ইংরেজ রক্ষণভাগের খেলোয়াড়লুইস ডাঙ্ক এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।