বোলনা

"বোল না"
কাপুর এন্ড সন্স অ্যালবাম থেকে
অরিজিৎ সিং, আসিস কৌর কর্তৃক সঙ্গীত
ভাষাহিন্দি, পাঞ্জাবী
মুক্তিপ্রাপ্ত২৪ ফেব্রুয়ারি ২০১৬ (2016-02-24)
বিন্যাসসিডি একক
লেবেলসনি মিউজিক ভারত
সুরকারতানিশক বাগচি
গীতিকারডাঃ দেবেন্দর কাফির
সঙ্গীত ভিডিও
ইউটিউবে "বোল না"

"বোল না" (বাংলা: "দয়া করে কিছু বল") একটি হিন্দি দ্বৈত গান যেটিতে অরিজিৎ সিং এবং আসিস কৌর কণ্ঠ দেন। গানটি সংগীত আয়োজন করেন তানিশক বাগচি এবং গানটির গীতিকার হলেন ডাঃ দেবেন্দর কাফির।[] এটি কাপুর এন্ড সন্স চলচ্চিত্রের একটি জনপ্রিয় গান।

তথ্যসূত্র

  1. "Bolna song from Kapoor and sons"। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৭ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!