বেস এয়ার নেপাল ভিত্তিক একটি বিমান সংস্থা ছিল।
ইতিহাস
নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ২০০৪ সালে বেস এয়ারকে দেশের সব বিভাগে উড়ার জন্য পরিচালনা লাইসেন্স দেয়।[১][২] বেস এয়ার সেপ্টেম্বর ২০০৪ সালে ব্রিটিশ অ্যারোস্পেস এটিপি ব্যবহার করে অপারেশন শুরু করার পরিকল্পনা করে।[১][৩] তা সত্ত্বেও, ২০০৭ সাল নাগাত বিমানসংস্থাটি কার্যক্রম শুরু করতে ব্যর্থ হয়।[৪]
তথ্যসূত্র