বেরেনিস বেজো (ফরাসি: Bérénice Bejo; জন্ম: ৭ জুলাই ১৯৭৬) হলেন একজন আর্জেন্টিনীয় ফরাসি অভিনেত্রী। তিনি ২০০১ সালের আ নাইট্স টেল ছবিতে ক্রিস্টিনা এবং ২০১১ সালের দি আর্টিস্ট ছবিতে পেপি মিলার চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।[১]দি আর্টিস্ট ছবিতে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে সেজার পুরস্কার লাভ করেন। তিনি দ্য পাস্ট (২০১৩) ছবিতে তার অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে কান চলচ্চিত্র উৎসব পুরস্কার লাভ করেন।[২]
প্রারম্ভিক জীবন
বেজো আর্জেন্টিনার বুয়েনোস আয়রেসে জন্মগ্রহণ করেন। তার পিতা আর্জেন্টিনীয় চলচ্চিত্র নির্মাতা মিগেল বেজো এবং তার মাতা সিলভিয়া একজন আইনজীবী।[৩][৪] তার যখন তিন বছর বয়স, তখন আর্জেন্টিনার শেষ সামরিক একনায়কতন্ত্র (১৯৭৬-১৯৮৩) থেকে বাঁচতে তারা সপরিবারে ফ্রান্সে পাড়ি জমান।[৫]
কর্মজীবন
বেজোর মার্কিন চলচ্চিত্র অভিষেক ঘটে ২০০১ সালে হিথ লেজারের বিপরীতে আ নাইট্স টেল ছবিতে ক্রিস্টিনা চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। ২০০৩ সালে তিনি ২৪ ওর দ্য লা ভি দ্যুন ফাম চলচ্চিত্রে অলিভিয়া চরিত্রে অভিনয় করেন।
↑লেরার, দিয়েগো (১৩ মার্চ ২০০৩)। "Estaba peleado con el país"। ক্ল্যারিন (স্পেনীয় ভাষায়)। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০।
↑দে লেরমা, গাব্রিয়েল (১৭ ফেব্রুয়ারি ২০১২)। "Bérénice Bejo, en la cima de la popularidad"। এল নোভো হেরাল্ড (স্পেনীয় ভাষায়)। ২৮ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০।