বেনোয়া মারি

বেনোয়া মারি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম বেনোয়া মারি
জন্ম (1992-12-26) ২৬ ডিসেম্বর ১৯৯২ (বয়স ৩২)
জন্ম স্থান সেশেলস
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
কোত দর
জার্সি নম্বর
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১২– কোত দর
জাতীয় দল
২০১৩– সেশেলস ৪৬ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩:০২, ২২ অক্টোবর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:০২, ২২ অক্টোবর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

বেনোয়া মারি (ফরাসি: Benoit Marie; জন্ম: ২৬ ডিসেম্বর ১৯৯২) হলেন একজন সেইশেলি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে সেইশেলি ক্লাব কোত দর এবং সেশেলস জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[][]

২০১২–১৩ মৌসুমে, সেইশেলি ক্লাব কোত দরের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন। বেনোয়া ২০১৩ সালে সেশেলসের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; সেশেলসের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

বেনোয়া মারি ১৯৯২ সালের ২৬শে ডিসেম্বর তারিখে সেশেলসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

২০১৩ সালের ৮ই জুলাই তারিখে, ২০ বছর, ৬ মাস ও ১২ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী বেনোয়া নামিবিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত ২০১৩ কোসাফা কাপের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে সেশেলসের হয়ে অভিষেক করেছেন।[] উক্ত ম্যাচের ৭৬তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় র‍্যানডলফ লাবলাচের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন; ম্যাচটি নামিবিয়া ২–৪ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] সেশেলসের হয়ে অভিষেকের বছরে বেনোয়া সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

আন্তর্জাতিক

২২ অক্টোবর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
সেশেলস ২০১৩
২০১৪
২০১৫ ১১
২০১৬
২০১৭
২০১৮
২০১৯ ১০
সর্বমোট ৪৬

তথ্যসূত্র

  1. "Unmasking Seychelles: Set pieces could be key vs. Nigeria"ESPN.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-১৭ 
  2. "Seychelles players juggle jobs and football"ESPN.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-১৭ 
  3. "Namibia - Seychelles 4:2 (Friendlies 2013, July)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২০২০-১১-২৭। সংগ্রহের তারিখ ২০২১-১০-২২ 
  4. Strack-Zimmermann, Benjamin (২০১৩-০৭-০৮)। "Namibia vs. Seychelles (4:2)"National Football Teams। সংগ্রহের তারিখ ২০২১-১০-২২ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!