বুখারেস্ট মেট্রো (রোমানীয় ভাষায়: Metroul Bucureşti) রোমানিয়ার রাজধানী বুখারেস্টকে সেবা প্রদানকারী একটি পাতাল ট্রেন ব্যবস্থা। মেট্রোরেক্স নামের সংস্থা এটি পরিচালনা করেন। ৭১.৩৫ কিলোমিটার (৪৪.৩ মা) কিমি দীর্ঘ ও ৫৩টি স্টেশনবিশিষ্ট[১] এই নেটওয়ার্ক প্রতিদিন প্রায় পাঁচ লক্ষ যাত্রী ব্যবহার করেন। [৩] ১৯৭৯ সালের ১৬ই নম্ভেম্বর এটির উদ্বোধন হয়।[৫]
↑"Metrorex - Map" (Romanian ভাষায়)। Metrorex। ২০১৬-০৩-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-০৭।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (link)
↑ কখ"Bucharest Metro"। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৭।