বিলি মর্গান (জন্ম ২রা এপ্রিল ১৯৮৯) হলেন একজন ইংরেজ স্নোবোর্ডার।
কর্মজীবন
জন্ম, ইংল্যান্ড-এর সাউথহাম্টন শহরে, তিনি ২০১৪ সালে রাশিয়ার সোছি শহরে অনুষ্ঠেও ২০১৪ শীতকালীন অলিম্পিক-এ গ্রেট ব্রিটেন-এর হয়ে প্রতিযোগিতা করেন।[১] ২০১৪ সালে অনুষ্ঠেও সেই অলিম্পিকে, মর্গান পুরুষদের স্লোপিস্টাইল ফাইনাল-এ দশম হয়ে প্রতিযোগিতা শেষ করেন।[২] এছাড়াও তিনি ২০১৮ সালে দক্ষিণ কোরিয়া'র পিয়ংচ্যাং প্রদেশে আয়োজিত ২০১৮ শীতকালীন অলিম্পিক-এ পুরুষদের স্নোবোর্ডিং-এ তাম্রপদক জিতেন।
২০১৩ সালের ডিসেম্বর মাসে, স্পেনে অনুষ্ঠেও ফিস স্নোবোর্ড ওয়াল্ড কাপ'এ মর্গান প্রথম বারের মত সেরা ৩ এর মধ্যে হয়ে শেষ করেন, তিনি ২০১৩ সালের মার্চ মাসে স্পেনের সিয়েরা নেভাডা পর্বতমালায় হওয়া ইভেন্টের ফাইনালে স্লোপিস্টাইল নামক ইভেন্টে ৩য় হয়ে প্রতিযোগিতা শেষ করেন। তিনি ২০১২-১৩ মৌসুমটিতে স্নোবোর্ড স্লোপিস্টাইলের "ফিস ওয়াল্ড রেটিং" এ ২য় হয়ে শেষ করেন।[৩][৪]
মর্গান, ফিস ওয়াল্ড কাপ-এ তিনটি পদক জিতে নেন।
মর্গান, পূর্বে এক্রোবেটিক জিমন্যাস্টিকস-এ প্রতিযোগিতা করার পরবর্তীতে, তিনি ১৪ বছর বয়সে শুষ্ক ঢালু যায়গায় স্নোবোর্ডিং করা শুরু করেন। ২০১৫ সালের এপ্রিল মাসে, মর্গান বিশ্বের প্রথম "কোয়াড কোর্ক" (স্নোবোর্ডিং এর স্টান্ট) সম্পন্ন করেন।[৫] ২০১৬ তিনি তার প্রথম এক্স গেমস পদক জয় করেন, যেখানে তিনি ২০১৬ সালের ফেব্রুয়ারি মানে নরওয়ে-এর রাজধানী অসলো'তে অনুষ্ঠিত এক্স গেমস-এর বিগ এয়্যার-নামক প্রতিযোগিতাটিতে তৃতীয় হয়ে শেষ করেন।[৬]
২০১৮ সালে, দক্ষিণ কোরিয়া'র পিয়ংচ্যাং প্রদেশে অনুষ্ঠিত ২০১৮ শীতকালীন অলিম্পিক-এ প্রতিযোগিতা করে, মর্গান পুরুষদের বিগ এয়্যার ইভেন্টে তাম্র পদক জয় করেন। [৭]
ব্যক্তিগত জীবন
মর্গান, ইডি এবং জোয়ানে দম্পতির পরিবারে জন্মগ্রহণ করেন, তার আশলে নামে একজন বড়ভাই রয়েছে। তিনি তার নিজ শহর সাউথহাম্টন-এ অবস্থিত বেলেমোর স্কুল-এ পড়াশোনা করেছেন।[৮][৯]
তথ্যসূত্র
বহিঃসংযোগ