বিলাল আল খান্নুস (আরবি: بلال الخنوس; জন্ম ১০ মে ২০০৪) একজন পেশাদার ফুটবলার যিনি রয়্যাল রেসিং ক্লাব খেংক ও মরক্কো জাতীয় ফুটবল দল-এর হয়ে খেলেন।[২]
ক্লাব ফুটবল
রয়্যাল রেসিং ক্লাব খেংক-এ যাওয়ার আগে আল খান্নুস রয়্যাল স্পোর্টিং ক্লাব আন্ডারলেখট থেকে একজন যুবক প্রতিভা হিসেবে পরিচিতি পান।[৩] ২৪ জুলাই ২০২০-এ তিনি তার প্রথম পেশাদার চুক্তিতে স্বাক্ষর করেন।[৪] ২১ মে ২০২২-এ রয়্যাল ফুটবল ক্লাব মেখেলেন-এর বিপক্ষে তার লিগে অভিষেক হয়।[৫]
আন্তর্জাতিক ফুটবল
বেলজিয়ামে জন্মগ্রহণ করলেও, বিলাল আদতে মরক্কোর বংশোদ্ভূত।[৬] প্রথমে বেলজিয়ামের হয়ে যুব ফুটবল খেললেও পরে নিজেকে মরক্কো দলে স্থানান্তর করেন।[৭]
১০ নভেম্বর ২০২২-এ, ২০২২ ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় তিনি মরক্কো দলে অংশ পান।[৮][৯]
তথ্যসূত্র
বহিঃসংযোগ