বিভূতিভূষণ সরকার (১৮৯০ - ১৯৪২) ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের এবং অগ্নিযুগের একজন বাঙালি বিপ্লবী ছিলেন। তিনি সিক্রেট সোসাইটির সদস্য ছিলেন। তিনি চন্দননগরের কাছে লেফটেন্যান্ট-গভর্নরের ট্রেনটি লাইনচ্যুত করার দ্বিতীয় প্রয়াসে অংশ নিয়েছিলেন। [১]
প্রাথমিক জীবন
বিভূতিভূষণ সরকারের জন্ম বেঙ্গল প্রেসিডেন্সির অধুনা পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর মহকুমার সূত্রগড় গ্রামে। পিতার নাম সারদাশঙ্কর সরকার।[২]
তাদের পরিবার পরে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার রানিবাঁধের কাছে ছেন্দা পাথরের জঙ্গল-পরিহিত পাহাড়ি গ্রামে চলে এসেছিল, যেখানে তিনি একটি গোপন সমিতি সংগঠিত করেছিলেন, যা শহীদ ক্ষুদিরাম বসুর বিপ্লবী আদর্শে প্রথম দীক্ষার স্থান বলে মনে করা হত। মানিকতলা বোমা মামলায় বিপ্লবী থেকে সরকারি অনুমোদনকারী নরেন গোঁসাই বিভূতিভূষণকে যুগান্তর দলে অন্তর্ভুক্ত করেছিলেন।[১]
বিপ্লবী কর্মজীবন
লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফ্রেজারের উপর পরিকল্পিত আক্রমণে বারীন্দ্রকুমার ঘোষের সাথে ইনার সার্কেলের সদস্য বিভূতিভূষণ ছিলেন। ১৯০৭ সালের ৬ ডিসেম্বর মেদিনীপুরের নারায়ণগড়ের কাছে বারীন্দ্রকুমার, প্রফুল্ল চাকী ও বিভূতিভূষণ হেমচন্দ্র কানুনগোর তৈরি একটি বোমা নিক্ষেপ করেন। প্রফুল্ল চাকী ও বিভূতিভূষণ সরকার মেদিনীপুরের কাছে নারায়ণগড়ে রেললাইনের তলায় গর্ত খুঁড়তে গিয়েছিলেন। কোদালের কাজ শেষ করে তারা কলকাতায় ফিরে আসেন এবং ৩ ডিসেম্বর বারীণ ও বোমা নিয়ে ফিরে আসেন। গর্তে রেখে ফিউজ সেট করে বিকেল ৪টা থেকে সকাল পর্যন্ত লাইনের কাছে ট্রেনের জন্য অপেক্ষা করেন তাঁরা। কিন্তু ট্রেন আসেনি। প্রফুল্ল ও বিভূতিভূষণ বোমা খুঁড়লেন আর বারীণ তড়িঘড়ি কলকাতায় ফিরে গেলেন। মিঃ ফ্রেজার আখোতো এবং ট্র্যাকগুলিতে কাজ করা একদল মারাঠি কুলিকে গ্রেপ্তার করা হয়েছিল।[৩]
মানিকতলা গার্ডেন হাউসে আশ্রয় নিয়ে বোমার অস্থায়ী কারখানা গড়ে তোলেন তিনি। পরে তিনি উল্লাস্কর, বারীন্দ্রকুমার এবং প্রফুল্ল চক্রবর্তীর সাথে বোমা পরীক্ষার জন্য দেওঘরের ধীরিয়া পাহাড়ে যান। প্রফুল্ল পাহাড়ের দেয়ালে বোমাটি নিক্ষেপ করলে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়; উল্লাসকর দত্তও আহত হয়েছিলেন, তবে কয়েক দিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে ওঠেন।
গ্রেফতার
কলকাতার পুলিশ কমিশনার চার্লস টেগার্ট যখন বাঁকুড়া জেলা সফরে ছিলেন, তখন বিভূতিভূষণকে গ্রেফতার করা হয়। কলকাতায় আনা হলে নারায়ণগড়, মানিকতলা ও দেওঘর বোমা মামলায় তাঁর বিচার হয়। আদালত তাকে আন্দামানে পরিবহনসহ দশ বছরের সশ্রম কারাদণ্ড দেয়।
আলিপুর বোমা মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড হয় তাঁর। তাঁকে আন্দামানের সেলুলার জেলে পাঠিয়ে দেওয়া হয়। ১৯১৪ সালের সেপ্টেম্বরে তাকে মূল ভূখণ্ডে ফিরিয়ে আনা হয়।[৪]
তথ্যসূত্র