বিপ্লবী |
---|
বিপ্লবী ছবির একটি দৃশ্য |
পরিচালক | অসিত সেন |
---|
প্রযোজক | কালিপ্ৰসাদ বিহানী |
---|
সুরকার | শিবপ্ৰসাদ ভট্টাচাৰ্য |
---|
মুক্তি | ১৯৫০ |
---|
দেশ | ভারত |
---|
ভাষা | অসমীয়া |
---|
বিপ্লবী হল অসিত সেন পরিচালিত এবং কৃষ্ণ ফিল্মসের ব্যানারে কালীপ্রসাদ বিহানি প্রযোজিত ১৯৫০ সালে মুক্তিপ্রাপ্ত একটি অসমিয়া চলচ্চিত্র। বিপ্লবী ছিল পরিচালক অসিত সেনের প্রথম চলচ্চিত্র, যিনি পরবর্তীতে বাংলা ও হিন্দি চলচ্চিত্রের পরিচালক হিসেবে বিখ্যাত হয়েছিলেন। চালচল (বাংলা), পঞ্চতপা (বাঙালি), জীবন-তৃষ্ণা (বাংলা), মমতা (হিন্দি), বিরাজ বাহু (হিন্দি) অসিত সেনের কিছু বিখ্যাত চলচ্চিত্র।[১]
সারাংশ
চলচ্চিত্রটি ১৯৪২ সালের গণআন্দোলনের উপর ভিত্তি করে নির্মিত হয়।[১] 'বিপ্লবী' একজন বিপ্লবীর গল্প যিনি দেশের জন্য আত্মত্যাগ করেছিলেন।[২][৩]
অভিনয়ে
গান
শিবপ্রসাদ ভট্টাচার্য ছবিটির সঙ্গীত পরিচালনা করেন। গান লিখেছিলেন ভূপেন হাজারিকা এবং মলিন বরা। এগুলি গেয়েছিলেন ভূপেন হাজারিকা, শিব প্রসাদ ভট্টাচার্য এবং অন্যান্যরা।[৪]
ক্রমিক নং
|
গানের শীর্ষক
|
গানিকার
|
কণ্ঠ
|
১ |
ও আমি তেজাল গাঁবলীয়া, গাঁবরে রাখিম মান, নাঙল যুঁবলীরে পৃথিবী সজাওঁ, র'দতে তিরেবিরায় জান |
|
ভূুপেন হাজারিকা এবং অন্যান্য
|
২ |
ও ভারতীরে ও পৃথিবীরে স্বাধীনচিতিয়া দল, ভারতী স্বাধীন হ'ল |
ভূুপেন হাজারিকা |
ভূুপেন হাজারিকা
|
৩ |
ধূলির ধরাত আপোন পাহরি খেলিছো কেবল ধুূলির খেলা, জীবন নদীর সোঁতত এরিলি বাসনারে ভরা রঙীন খেলা |
মলিন বরা |
শিবপ্রসাদ ভট্টাচার্য
|
তথ্যসূত্র
- ↑ ক খ গ মঞ্চলেখা, পৃঃ ৩১০, অতুলচন্দ্র হাজারিকা, লয়ারস্ বুকষ্টল, গুয়াহাটি, ১৯৯৫।
- ↑ "Biplobi- Assamese Film"।
- ↑ ক খ "Assamese Movie List"। ১২ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০২০।
- ↑ অসমীয়া বোলছবির গানের সংকলন,পৃঃ ২৪-২৬, সংকলক/সম্পাদন বাবুল দাস, বাণী মন্দির, ডিব্রুগড়। ১৯৮৫।