বিজয়লক্ষ্মী (জন্ম ২ আগস্ট ১৯৬০) দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের একজন মালয়ালম-ভাষার কবি।
জীবন
বিজয়লক্ষ্মী ১৯৬০ সালের ২ আগস্ট এর্নাকুলাম জেলার মুলানথুরথী গ্রামে কুঝিককাট্টিল রমন ভেলাউধন এবং কমলাক্ষীর কন্যা হিসেবে জন্মগ্রহণ করেন। তিনি চোটানিকারা সরকারি উচ্চ বিদ্যালয়, সেন্ট তেরেসা কলেজ, এর্নাকুলাম এবং মহারাজাস কলেজ থেকে তার শিক্ষা সমাপ্ত করেন। তিনি জীববিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন এবং কেরালা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম স্থান অর্জন করে মালয়ালম সাহিত্যে তার স্নাতকোত্তর অর্জন করেন। তিনি একজন বিখ্যাত মালয়ালম কবি বালাচন্দ্রন চুল্লিক্কাদুকে বিয়ে করেন।[১]
সাহিত্যিক পেশা
তার কবিতা প্রথম প্রকাশিত হয় ১৯৭৭ সালে, কালকৌমুদি সাপ্তাহিক পত্রিকায়।[২] তার স্নাতকের সময়কালে, তিনি কেরালা বিশ্ববিদ্যালয়ের যুব উৎসবে গল্প-লেখা এবং কবিতায় পুরস্কার জিতেছিলেন।
তিনি মালয়ালম ভাষায় অসংখ্য কবিতা প্রকাশ করেছেন। তিনি কেরালা সাহিত্য আকাদেমির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সাধারণ পরিষদের সদস্য ছিলেন। তিনি একাডেমীতে অন্যান্য বিভিন্ন পদেও ছিলেন, যেমন এর উপদেষ্টা বোর্ডের সদস্য এবং এর প্রকাশনা কমিটির আহ্বায়ক। তিনি সমস্থ কেরালা সাহিত্য পরিষদের সহ-সভাপতি হিসেবেও কাজ করেছেন।
বিজয়লক্ষ্মীর অনেক কবিতাই লিঙ্গ-সমতা প্রতিষ্ঠার চেষ্টা করে এবং নারীর দ্বি-বিভক্তিকে প্রশ্নবিদ্ধ করে। সাহিত্য সমালোচক এম. লীলাবতী মালয়ালম কবি বালামনি আম্মার নারীবাদের ধারাবাহিকতা হিসেবে বিজয়লক্ষ্মীর নারীবাদের ধারণার প্রশংসা করেছেন।
কাজ
- মৃগাশিক্ষাকান (১৯৯২, মালবেরি পাবলিকেশন্স, কালিকট )
- থাচান্তে মাকাল (১৯৯২, ডিসি বুকস, কোট্টায়াম)
- মাজথান মাত্তেথো মুখম (১৯৯৯, ডিসি বুকস, কোট্টায়াম)
- হিমসমাধি (২০০১, ডিসি বুকস, কোট্টায়াম)
- অন্ত্যপ্রলোভনম (২০০২, ডিসি বুকস, কোট্টায়ম)
- অট্টমানলথারি (২০০৩, ডিসি বুকস, কোট্টায়াম)
- আনা আখমাটোভায়ুদে কবিতাকাল (২০০১, ডিসি বুকস, কোট্টায়াম, ট্রান্স।)
- অন্ধকন্যাকা (২০০৬, ডিসি বুকস, কোট্টায়াম)
- মাঝাইক্কাপ্পুরম (২০১০) (২০১০, ডিসি বুকস, কোট্টায়াম)
- বিজয়লক্ষ্মীযুদে কবিতাকাল (২০১০, ডিসি বুকস, কোট্টায়াম)
- জ্ঞান মাগডালেনা (২০১৩, ডিসি বুকস, কোট্টায়াম)
- সীতাদর্শনম (২০১৬, ডিসি বুকস, কোট্টায়াম)
- বিজয়লক্ষ্মীযুদে প্রণায়কবিথকাল (২০১8, ডিসি বুকস, কোট্টায়াম)
পুরস্কার
- ১৯৯২: ললিথাম্বিকা সাহিত্য পুরস্কার
- ১৯৯০: অঙ্কনম সাহিত্য পুরস্কার
- ১৯৯৪: কেরালা সাহিত্য আকাদেমি পুরস্কার
- ১৯৯৫: ভাইলোপিলি পুরস্কার
- ১৯৯৫: চাঙ্গামপুঝা পুরস্কার
- ১৯৯৫: ইন্দিরা গান্ধী সাহিত্য পুরস্কার
- ১৯৯৭: ভিটি ভট্টাথিরিপ্পাড পুরস্কার
- ২০০১: মাজাথান মাত্তেথো মুখমের জন্য পি. কুনহিরামন নায়ার পুরস্কার
- ২০১০: বালা সাহিত্য ইনস্টিটিউট পুরস্কার
- ২০১০: উল্লুর পুরস্কার
- ২০১১: এ. আয়াপ্পান কবিতা পুরস্কার।[৩]
- ২০১১: কৃষ্ণগীতি পুরস্কার
- ২০১৩: গ্রন্থাগার পরিষদ সাহিত্য পুরস্কার।[৪]
- ২০১৩: বিজয়লক্ষ্মীযুদে কবিতাকালের জন্য ওভি বিজয়ন সাহিত্য পুরস্কার।[৫][৬]
তথ্যসূত্র
আরও পড়া
বহিঃসংযোগ