বিজনেস লাইন বা দ্য হিন্দু বিজনেস লাইন হ'ল একটি ভারতীয় ব্যবসায়িক পত্রিকা যা কাস্তুরি অ্যান্ড সন্স কর্তৃক প্রকাশিত, ভারতের চেন্নাইতে অবস্থিত দ্য হিন্দু পত্রিকাটির প্রকাশক। সংবাদপত্রটি সাপ্তাহিক বিশেষে কৃষি, বিমান পরিবহন, মোটরগাড়ি, তথ্যপ্রযুক্তি এর মতো শিল্পকে অগ্রাধিকার দিয়ে থাকে।
সংবাদপত্রটি ভারতজুড়ে ১৭টি কেন্দ্র থেকে মুদ্রিত হয়। ২০১৬ সালে অডিট ব্যুরো অফ সার্কুলেশন অনুসারে বিজনেস লাইনের দৈনিক প্রচলন রয়েছে ১,১৭,০০০ অনুলিপি। [২][৩][৪][৫][৬]
আরো দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ