বার্নার্ডিন এভারিস্টো

বার্নার্ডিন এভারিস্টো

২০১৮ সালে এভারিস্টো
জন্ম
বার্নার্ডিন অ্যান মোবোলাজি এভারিস্টো

(1959-05-28) ২৮ মে ১৯৫৯ (বয়স ৬৫)
শিক্ষাএলথাম হিল গ্রামার স্কুল ফর গার্লস
মাতৃশিক্ষায়তনরোজ ব্রাফোর্ড কলেজ অব স্পিচ অ্যান্ড ড্রামা; গোল্ডস্মিথস কলেজ, লন্ডন বিশ্ববিদ্যালয়
পেশাঔপন্যাসিক, সমালোচক, কবি, নাট্যকার, শিক্ষায়তনিক
উল্লেখযোগ্য কর্ম
পূর্ণ তালিকা
দাম্পত্য সঙ্গীডেভিড শ্যানন
পুরস্কারপূর্ণ তালিকা
ওয়েবসাইটbevaristo.com

বার্নার্ডিন অ্যান মোবোলাজি এভারিস্টো ওবিই FRSL এফআরএসএ (ইংরেজি: Bernardine Anne Mobolaji Evaristo; জন্ম: ২৮ মে ১৯৫৯) একজন ব্রিটিশ লেখিকা ও শিক্ষায়তনিক ব্যক্তি। তার রচিত উপন্যাস গার্ল, ওম্যান, আদার[] ২০১৯ সালে মার্গারেট অ্যাটউডের দ্য টেস্টামেন্টস-এর সাথে যৌথভাবে বুকার পুরস্কার অর্জন করে, এর মধ্য দিয়ে তিনি প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে বুকার পুরস্কার অর্জন করেন।[][][][][] এভারিস্টো লন্ডনের ব্রুনেল বিশ্ববিদ্যালয়ের সৃজনশীল লেখনীর অধ্যাপক এবং রয়্যাল সোসাইটি অব লিটারেচারের সভাপতি, তিনি ১৮২০ সালে এটি প্রতিষ্ঠার পর থেকে দ্বিতীয় নারী ও প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে এই দায়িত্ব পালন করেছেন।

এভারিস্টো অসংখ্য পুরস্কার, সম্মাননা, ফেলোশিপ, মনোনয়ন ও স্বীকৃতি স্মারক লাভ করেছেন। তিনি সেন্ট অ্যান্‌স কলেজ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আজীবন সম্মানিত ফেলো ও আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেসের আন্তর্জাতিক সম্মানিত সদস্য। ২০২১ সালে তিনি রোজ ব্রাফোর্ড কলেজ অব থিয়েটার অ্যান্ড পারফরম্যান্সের সভাপতি হন। এভারিস্টো রয়্যাল সোসাইটি অব লিটারেচারের সহ-সভাপতি ছিলেন ও ২০২০ সালে তিনি আজীবন সহ-সভাপতি হন এবং ২০২২ থেকে ২০২৬ সালের জন্য এর সভাপতি হন।[] সাহিত্যে তার অবদানের জন্য ২০০৯ সালে রানীর জন্মদিন সম্মাননায় তিনি অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ারের সদস্য এবং ২০২০ সালে রানীর জন্মদিন সম্মাননায় তিনি অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ারের অফিসার খেতাবে ভূষিত হন।[]

প্রারম্ভিক জীবন

এভারিস্টো ১৯৫৯ সালের ২৮শে মে দক্ষিণ-পূর্ব লন্ডনের এলথামে জন্মগ্রহণ করেন। বাপ্তিস্ম করার পর তার নাম রাখা হয় বার্নার্ডিন অ্যান মোবোলাজি এভারিস্টো।[] এভারিস্টো তার আট ভাইবোনের মধ্যে চতুর্থ। তার মাতা জ্যাকলিন এম. ব্রিঙ্কওয়ার্থ একজন স্কুল শিক্ষক ছিলেন[১০] এবং পিতা জুলিয়াস তাইয়ো বায়োমি এভারিস্টো (১৯২৭-২০০১), ড্যানি নামে পরিচিত ছিলেন। তার মাতা ইংরেজ ও তার পূর্বপুরুষগণ ইংরেজ, আইরিশ ও জার্মান ছিলেন।[১১] তার পিতা নাইজেরীয়, যিনি ১৯৪৯ সালে ব্রিটেনে অভিবাসিত হয়ে আসেন এবং তিনি গ্রিনিচ বরার প্রথম কৃষ্ণাঙ্গ কাউন্সিলর ছিলেন।[১২] তার পিতামহ গ্রেগরিও বাঙ্কোল এভারিস্টো (মৃত্যু ১৯২৭) ইয়োরুবা আগুদা ছিলেন, যিনি নৌপথে ব্রাজিল থেকে নাইজেরিয়া এসেছিলেন। তিনি একজন কাস্টমস কর্মকর্তা ছিলেন। তার পিতামহী জেনোবিয়া এভারিস্টো (জন্ম: সোয়েমিমা, মৃত্যু ১৯৬৭) নাইজেরিয়ার আবেওকুটার বাসিন্দা ছিলেন।[১৩][১৪][১৫][১৬]

লেখনী

Bernardine Evaristo seated in a chair speaking at an event
এভারিস্টো একটি ইভেন্টে কথা বলছেন

এভারিস্টোর প্রকাশিত প্রথম বই হল কবিতার সংকলন আইল্যান্ড অব আব্রাহাম (১৯৯৪)।[১৭] তিনি দুটি অ-কল্পকাহিনী ও আটটি কল্পকাহিনী ও কাব্যিক কল্পকাহিনীর বই লিখেছেন, যেগুলোতে আফ্রিকান অভিবাসীদের চিত্রায়ন দেখা যায়।[১৮] তাকে গল্পের শৈলী ও বর্ণনার দৃষ্টিভঙ্গি নিয়ে নিরীক্ষণ করতে দেখা যায়, যেমন তিনি বর্তমানের সাথে অতীত, কবিতার সাথে কল্পকাহিনী, দূরকল্পনার সাথে প্রকৃত এবং ব্যতিক্রমী বাস্তবতার সাথে বাস্তবতার মিশ্রণ করে থাকেন (তার ২০০৮ সালের ব্লন্ড রুটস উপন্যাসে)।[১৯] তার কাব্যিক উপন্যাস দি এম্পেরার্স বেব এক কৃষ্ণাঙ্গ কিশোরীকে নিয়ে, যার পিতামাতা নুবিয়া থেকে ২০০০ সাল পূর্বে রোমান লন্ডনে এসেছিলেন।[২০] বইটি ২০০০ সালে আর্টস কাউন্সিল ইংল্যান্ড রাইটার্স পুরস্কার, ২০০৩ সালে ন্যাশনাল এনডাউমেন্ট অব সায়েন্স, টেকনোলজি অ্যান্ড দ্য আর্টস (নেস্টা) ফেলোশিপ পুরস্কার এবং দ্য টাইমস (ইউকে) "দশকের ১০০ সেরা বই"-এর একটি নির্বাচিত হয়।[২১] বইটি ২০১৩ সালে বিবিসি রেডিও ৪-এর বেতার নাটক হিসেবে উপযোগ করা হয়।[২২] এভারিস্টোর চতুর্থ বই সোল টুরিস্টস (২০০৫) ইউরোপ থেকে মধ্যপ্রাচে ভ্রমণরত এক দম্পতির গল্প বর্ণিত হয়েছে, যাতে ইউরোপীয় ইতিহাস থেকে নেওয়া সত্যিকারের কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের প্রেতাত্মার বর্ণনা রয়েছে।[২৩]

ব্যক্তিগত জীবন

এভারিস্টো লেখক ডেভিড শ্যাননকে বিয়ে করেন। ২০০৬ সালে তাদের পরিচয় হয়। শ্যাননের প্রথম উপন্যাস ২০২১ সালের মার্চ মাসে প্রকাশিত হয়।[২৪][২৫][২৬]

পুরস্কার ও স্বীকৃতি

  • ১৯৯৯: লারা-এর জন্য এমা শ্রেষ্ঠ বই পুরস্কার
  • ২০০০: দ্য এম্পেরার্স বেব-এর জন্য আর্টস কাউন্সিল ইংল্যান্ড রাইটার্স পুরস্কার ২০০০
  • ২০০২: ইউইএ রাইটিং ফেলো, ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়
  • ২০০৩: ন্যাশনাল এনডাউমেন্ট অব সায়েন্স, টেকনোলজি অ্যান্ড দ্য আর্টস (নেস্টা) ফেলোশিপ পুরস্কার
  • ২০০৪: রয়্যাল সোসাইটি অব লিটারেচারের ফেলো নির্বাচিত
  • ২০০৬: ব্রিটিশ কাউন্সিলের ফেলো, জর্জটাউন বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্র
  • ২০০৯: ব্লন্ড রুটস-এর জন্য আর্থার সি. ক্লার্ক পুরস্কারে মনোনীত
  • ২০০৯: সাহিত্যে অবদানের জন্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ারের সদস্য খেতাব
  • ২০০৯: ব্লন্ড রুটস-এর জন্য বিগ রেড রিড পুরস্কার, কল্পকাহিনী ও সামগ্রিক বিজয়ী
  • ২০০৯: ব্লন্ড রুটস-এর জন্য ইন্টারন্যাশনাল ডাবলিন লিটারেরি পুরস্কারে মনোনীত
  • ২০০৯: ব্লন্ড রুটস-এর জন্য কল্পকাহিনীতে অরেঞ্জ পুরস্কারে মনোনীত
  • ২০০৯: ব্লন্ড রুটস-এর জন্য অরেঞ্জ প্রাইজ ইয়ুথ প্যানেল পুরস্কার
  • ২০১০: হার্স্টন/রাইট লেগ্যাসি পুরস্কার, মার্কিন যুক্তরাষ্ট্র (ফাইনালিস্ট)
  • ২০১০: টেন-এর জন্য পোয়েট্রি বুক সোসাইটি কমেন্ডেশন, দলজিৎ নাগ্রার সাথে যৌথ সম্পাদনা
  • ২০১০: দ্য এম্পেরার্স বেব, দ্য টাইমস (ইউকে) "দশকের ১০০ সেরা বই"
  • ২০১৪: জেরউড ফিকশন আনকভার্ড পুরস্কার
  • ২০১৫: দ্য মন্টগামারি ফেলো, ডার্টমাউথ কলেজ, মার্কিন যুক্তরাষ্ট্র
  • ২০১৭: ইংলিশ অ্যাসোসিয়েশনের সম্মানিত ফেলো নির্বাচিত
  • ২০১৮: রোজ ব্রাফোর্ড কলেজ অব থিয়েটার অ্যান্ড পারফরম্যান্সের ফেলো নির্বাচিত
  • ২০১৯: গুডরিডের চয়েস পুরস্কার শ্রেষ্ঠ কল্পকাহিনী (ফাইনালিস্ট)
  • ২০১৯: গর্ডন বার্ন পুরস্কার (ফাইনালিস্ট)
  • ২০১৯: গার্ল, ওম্যান, আদার-এর জন্য বুকার পুরস্কার বিজয়ী
  • ২০১৯: ফাইন্যান্সিয়াল টাইমস: ১৪ নারী গেমচেঞ্জারের তালিকায় অন্তর্ভুক্ত
  • ২০২০: অস্ট্রেলিয়ান বুক ইন্ডাস্ট্রি পুরস্কার (দীর্ঘতালিকা)
  • ২০২০: সাহিত্যে অবদানের জন্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ারের অফিসার খেতাব
  • ২০২০: ব্রিটিশ বুক পুরস্কার: বর্ষসেরা লেখক
  • ২০২০: ব্রিটিশ বুক পুরস্কার: বর্ষসেরা কল্পকাহিনী বই
  • ২০২০: এল ৫০ - ব্রিটেনের গেমচেঞ্জারের তালিকায় অন্তর্ভুক্ত
  • ২০২০: ফেরো-গ্রামলি পুরস্কার মার্কিন যুক্তরাষ্ট্র (ফাইনালিস্ট)
  • ২০২০: গোল্ড মেডেল অব অনারারি প্যাট্রোনেজ, ট্রিনিটি কলেজ ডাবলিন
  • ২০২০: কল্পকাহিনীতে ইন্ডি বুক পুরস্কার
  • ২০২০: ল্য প্রি মিলপেজ, ফ্রান্স
  • ২০২০: আজীবন সম্মানিত ফেলো, সেন্ট অ্যান্‌স কলেজ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
  • ২০২০: আজীবন সহ-সভাপতি, রয়্যাল সোসাইটি অব লিটারেচার
  • ২০২০: অরওয়েল পুরস্কার (ফাইনালিস্ট)
  • ২০২০: রিডিং উইমেন পুরস্কার
  • ২০২০: দ্য বুকসেলার ১৫০ পাওয়ার তালিকা
  • ২০২০: বর্ষসেরা জিজি২ ওম্যান পুরস্কার
  • ২০২০: দ্য গ্লাস বেল পুরস্কার (ফাইনালিস্ট)
  • ২০২০: ২০২০-এর দ্য ভোগ ২৫ - ব্রিটেনের ২৫ জন প্রভাবশালী নারীর তালিকা
  • ২০২০: গার্ল, ওম্যান, আদার-এর জন্য ভিশনারি অনার্স পুরস্কারের ফাইনালিস্ট
  • ২০২০: ১০০ মহান কৃষ্ণাঙ্গ ব্রিটন
  • ২০২০: কল্পকাহিনীতে উইমেন্‌স পুরস্কার (ফাইনালিস্ট)

সাহিত্যকর্মের তালিকা

উপন্যাস

  • লারা (১৯৯৭; অ্যাঞ্জেলা রয়্যাল পাবলিশিং, ২০০৯ নতুন সম্প্রসারিত সংস্করণ, ব্লাডেক্স বুকস)
  • সোল টুরিস্ট (২০০৫; হ্যামিশ হ্যামিল্টন/পেঙ্গুইন)
  • ব্লন্ড রুটস (২০০৮; হ্যামিশ হ্যামিল্টন/পেঙ্গুইন)
  • মিস্টার লাভারম্যান (২০১৪; পেঙ্গুইন ইউকে, আকাশিক বুকস)
  • গার্ল, ওম্যান, আদার (২০১৯; হ্যামিশ হ্যামিল্টন/পেঙ্গুইন)

নাটক

  • মুভিং থ্রো (১৯৮২)
  • টাইগার টিথ ক্লিঞ্চড নট টু বাইট (১৯৮২)
  • সিলোট (১৯৮৩)
  • পিয়েয়ুকা (১৯৮৪)
  • মেডেয়া - ম্যাপিং দ্য এজ (২০০২)
  • মাদাম বিটারফ্লাই অ্যান্ড স্টকওয়েল ডিভা (২০০৩)
  • ফার্স্ট, ডু নো হার্ম (২০২০)

অন্যান্য বই

  • আইল্যান্ড অব আব্রাহাম (১৯৯৪, কবিতা; পিপাল ট্রি প্রেস)
  • দি এম্পেরার্স বেব (২০০১, কাব্যিক উপন্যাস; হ্যামিশ হ্যামিল্টন/পেঙ্গুইন)
  • হ্যালো মাম (২০১০, উপন্যাসিকা; পেঙ্গুইন ইউকে)
  • ম্যানিফেস্টো: অন নেভার গিভিং আপ (২০২১, স্মৃতিকথা; হ্যামিশ হ্যামিল্টন/পেঙ্গুইন)
  • ফেমিনিজম (২০২১, লুক অ্যাগেইন ধারাবাহিক; টেট গ্যালারিজ পাবলিশিং)

তথ্যসূত্র

  1. এভারিস্টো, বার্নার্ডিন (৫ মার্চ ২০২০)। "Girl, Woman, Other" (ইংরেজি ভাষায়)। পেঙ্গুইন। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৪ 
  2. রিচার্ডসন, হলি। "Desert Island Discs: 5 things we learned about Girl, Woman, Other author Bernardine Evaristo"স্টাইলিস্ট। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৪ 
  3. ফ্লাড, অ্যালিসন (৪ ডিসেম্বর ২০১৯)। "'Another author': outrage after BBC elides Bernardine Evaristo's Booker win"দ্য গার্ডিয়ান। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৪ 
  4. মিডলটন, লুসি (১৫ অক্টোবর ২০১৯)। "First Black woman to receive Booker Prize describes joint win as 'bittersweet'"মেট্রো 
  5. এভারিস্টো, বার্নার্ডিন (১৯ অক্টোবর ২০১৯)। "Bernardine Evaristo: 'These are unprecedented times for black female writers'"দ্য গার্ডিয়ান। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৪ 
  6. দ্য লেওঁ, কনসেপসিওঁ (১ নভেম্বর ২০১৯)। "Booker Prize Winner 'Girl, Woman, Other' Is Coming to America"দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৪ 
  7. "Bernardine Evaristo Announced as New President of the RSL"দ্য রয়্যাল সোসাইটি অব লিটারেচার। ৩০ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৪ 
  8. "নং. 63135"দ্যা লন্ডন গেজেট (সম্পূরক) (ইংরেজি ভাষায়)। ১০ অক্টোবর ২০২০। 
  9. "Two Nigerian novelists make 2019 Booker Prize shortlist"ট্রিবিউন অনলাইন (ইংরেজি ভাষায়)। ৭ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৪ 
  10. এভারিস্টো, বার্নার্ডিন (২৫ সেপ্টেম্বর ২০২১)। "Bernardine Evaristo on a childhood shaped by racism: 'I was never going to give up'"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৪ 
  11. আওয়াল, মোহাম্মদ (১৫ ডিসেম্বর ২০১৯)। "Bernardine Evaristo, first black woman to win Booker Prize whose name the media tried to erase from history"ফেসটুফেস আফ্রিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৪ 
  12. "Biography"Bernandine Evaristo Official Website। ২৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২১ 
  13. ফাদুমিয়ে, আদেওলা। "Social: Bernadine Evaristo …on the crossroads of culture"জ্যনভিয়েভ। ১১ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৪ 
  14. পেইন, টম (২৩ মার্চ ২০০৩)। "A Writer's Life: Bernadine Evaristo"দ্য ডেইলি টেলিগ্রাফ। যুক্তরাজ্য। ১৫ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৪ (সদস্যতা প্রয়োজনীয়।)
  15. ইনেস, সি. এল. (২০০৭)। The Cambridge Introduction to Postcolonial Literatures in Englishবিনামূল্যে নিবন্ধন প্রয়োজন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা 68আইএসবিএন 978-1139-4655-95। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৪Bernardine Evaristo grandfather slave. 
  16. "Bernardine Evaristo biography"ব্রিটিশ কাউন্সিল। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৪ 
  17. রাসেল, অ্যানা (৩ ফেব্রুয়ারি ২০২২)। "How Bernardine Evaristo Conquered British Literature"দ্য নিউ ইয়র্কার। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৪ 
  18. "Professor Bernardine Evaristo | Brunel University London" (ইংরেজি ভাষায়)। ব্রুনেল ইউনিভার্সিটি লন্ডন। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৪ 
  19. মেরিট, স্টেফানি (২৩ আগস্ট ২০০৮)। "When slavery isn't such a black-and-white issue"দি অবজারভার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৪ 
  20. ক্রল, জেরি (৬ ডিসেম্বর ২০১৭)। "The Hybrid Verse Novel and History: Margaret Atwood and Bernardine Evaristo revisioning the past"অ্যাক্সন জার্নাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৪ 
  21. "The 100 Best Books of the Decade"দ্য টাইমস (ইংরেজি ভাষায়)। ১৩ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৪ 
  22. "BBC Radio 4 - Drama on 4, The Emperor's Babe"বিবিসি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৪ 
  23. "Extract from Soul Tourists - Analysis - Crossing Borders"ট্রান্সকালচারাল রাইটিং। ২২ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৪ 
  24. "Bernardine Evaristo: Husband surprises Booker winner… with a book"বিবিসি নিউজ। ১৩ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৪ 
  25. স্মিথ, রবি (১ এপ্রিল ২০২১)। "Londoner's Diary: I would be crushed if my wife hated my book, says David Shannon"ইভনিং স্ট্যান্ডার্ড। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৪ 
  26. পিটারসন, অ্যাঞ্জেলিন (২ এপ্রিল ২০২১)। "Bernardine Evaristo's Husband Publishes Debut Novel"ব্রিটল পেপার। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৪ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!