বার্গী-ই মাতাল জেলা (বার্গে মাতাল জেলা, ব্রাগামাতাল জেলা, পশতু: برګ مټال ولسوالۍ, ফার্সি: ولسوالی برگ متال) আফগানিস্তানের নুরিস্তান প্রদেশের একটি জেলা।[২] এটি মূলত কোনার প্রদেশের একটি অংশ ছিল[৩] এবং এরপর ২০০১ সালে নতুনভাবে নুরিস্তান প্রদেশে স্থানান্তর করা হয়।
সীমানা
বার্গি মাতাল জেলা নিম্নোক্ত অঞ্চলসমূহ সীমানা ঘিরে রেখেছে:[২]
- পশ্চিমে এবং উত্তর-পশ্চিমে বাদাখশন প্রদেশের কুরান ওয়া মুঞ্জান জেলা অবস্থিত।
- পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের চিত্রল জেলা অবস্থান করছে উত্তর ও পূর্ব দিকে
- দক্ষিণে কামদেশ জেলা এবং
- দক্ষিণ পশ্চিমে পারুন জেলা
তথ্যসূত্র
বহিঃসংযোগ