বায়রাক্তার টিবি২ হলো তুরস্কে তৈরি আক্রমণকারী ড্রোন।এটির নকশাকার হলেন সেলজুক বায়রাক্তার।তুর্কি ভাষায় বায়রাক্তার শব্দের অর্থ হলো পতাকাবাহী।এটি তুরস্ক বিমান বাহিনীর জন্য প্রাথমিক ভাবে নকশা করা হয়।
উন্নয়ন
যুক্তরাষ্ট্র কর্তৃক তুরস্কে সশস্ত্র ড্রোন রপ্তানিতে নিষেধাজ্ঞার ফলে বায়রক্তার টিবি২ এর বিকাশ উৎসাহিত হয়েছিল।[২]
বায়রাক্তার টিবি২ ২০১৪ সালের আগস্ট মাসে প্রথম উড্ডয়ণ করে।[৩] ২০১৫ সালের ১৮ই ডিসেম্বরে এটি প্রথমবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।[৪][৫][৬][৭]
২০১৮ সালে বায়কার কাতারি বাহিনীর জন্য ছয়টি ড্রোন তৈরির জন্য কাতারের সাথে একটি চুক্তি সই করেছিলে।জানুয়ারী ২০১৮, বায়কার ইউক্রেন সেনাবাহিনীর কাছে ৬৯ মিলিয়ন ডলার মূল্যের ১২টি বায়ারাক্তার টিবি২ এবং ৩টি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন বিক্রয়ের জন্য চুক্তি করেছিল।[৮][৯][১০] ইউক্রেন ২০১৯ সালের মধ্যে সব গুলো ড্রন হাতে পায়।[১১]
বৈশিষ্ট
সাধারণ বৈশিষ্ট
ক্রু: গ্রাউন্ড স্টেশনে ৩ জন
দৈর্ঘ্য: ৬.৫ মি (২১ ফু)
ডানার প্রসার: ১২ মি (৩৯ ফু)
সর্বোচ্চ উড্ডয়নকালীন ওজন: ৬৫০ কেজি (১,৪৩০ পা)
সর্বোচ্চ ভার: ১৫০ কেজি (৩৩০ পা)
ইঞ্জিন: ১ x ১০০ এইচপি অভ্যন্তরীণ জ্বলন ইঞ্জিন
জ্বালানির পরিমাণ: ৩০০ লিটার (৭৯ ইউএস গ্যালন)
জ্বালানির ধরন: পেট্রল
কর্মক্ষমতা
সর্বোচ্চ গতি: ১২০ নট (২২০ কিমি/ঘ)
ক্রুজ গতি: ৭০ নট (১৩০ কিমি/ঘ)
সর্বোচ্চ উচ্চতা: ২৭,০০০ ফুট (৮,২০০ মি)
দীর্ঘস্থায়িত্ব: ২৭ ঘণ্টা
অস্ত্রশস্ত্র
এটিতে মোট ৪টি হার্ড পয়েন্ট রয়েছে।
উমতাস দীর্ঘ পরিসরের ট্যাংক বিদ্ধংসী ক্ষেপণাস্ত্র[১৪]
↑উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Turkish defense industry moving on despite embargoes নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
↑উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Wescam satışını durdurdu নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
↑উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; SSB İsmail Demir: SİHA’larımızın CATS kameraları seri üretime geçiyor নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
↑উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Everything We Know About The Fighting That Has Erupted Between Armenia And Azerbaijan নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি