সাঈদ বাবা আজমী (ইংরেজি: Baba Azmi); একজন ভারতীয় চলচ্চিত্র ফটোগ্রাফি পরিচালক এবং আখতার-আজমী চলচ্চিত্র পরিবারের সদস্য।[১] তিনি কবি এবং গীতিকার কাইফি আজমি এর সন্তান। যদিও তাকে শাবানা আজমির ভাই হিসাবে তাকে পরিচিত করা হয় না। তিনি মি অর্জুন, বেটা, দিল, তেজাব, মিস্টার ইন্ডিয়া, আকেলে হাম আকেলে তুম এবং পুকার এর মত ছায়াছবির জন্য বেশি পরিচিত।[২]