বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
অবস্থান
রাজবাড়ী সড়ক,

,
বান্দরবান–৪৬০০,

তথ্য
ধরনসরকারি মাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল৩১ ডিসেম্বর ১৯৭৭; ৪৬ বছর আগে (1977-12-31)
অবস্থাসক্রিয়
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম
বিদ্যালয় জেলাবান্দরবান জেলা
সেশনজানুয়ারি–ডিসেম্বর
বিদ্যালয় কোড১০৩০৯৩
প্রধান শিক্ষকস্মৃতি কণা দে
অনুষদবিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা
শিক্ষকমণ্ডলী২৬
শ্রেণি৬ষ্ঠ–১০ম
লিঙ্গবালিকা
ভাষাবাংলা
শিক্ষায়তন৫.৫০ একর
ক্যাম্পাসের ধরনশহুরে
রংগাঢ় সবুজ এবং সাদা   
ওয়েবসাইটbbangovtgirlshs.edu.bd

বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বাংলাদেশের বান্দরবান জেলার একটি সরকারি উচ্চ বিদ্যালয়।

ইতিহাস

১৯৭৭ সালে বান্দরবান জেলার মেয়েদের শিক্ষার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত হয় বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এখন পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলায় এটি একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ১ আগস্ট, ১৯৯২ সালে বিদ্যালয়টি সরকারিকরণ করা হয়।[]

শ্রেণি, বিভাগ ও শাখা সমূহ

বর্তমানে এ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৫টি ক্লাসে মোট ১৮টি শাখা রয়েছে। এরমধ্যে প্রভাতী শাখায় ৯টি এবং দিবা শাখায় ৯টি শাখা রয়েছে।

ইউনিফর্ম

  • গাঢ় সবুজ কামিজ  , কামিজের উপর সাদা ক্রস বেল্ট  , কোমরে সাদা বেল্ট   এবং সাদা কেডস্  

শিক্ষা কার্যক্রম

বিদ্যালয়টিতে শুধুমাত্র মেয়েদের অধ্যয়নের সুযোগ থাকে।

ফলাফল

বিদ্যালয়ে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাশের হার ৭৮.৪৪%।[]

খেলাধুলা ও সহপাঠ্যকর্ম

শিক্ষার্থীদের খেলাধুলার জন্য একটি মাঠ রয়েছে, যা মূল ভবনের সামনেই অবস্থিত। মাঠটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আন্তঃশ্রেণী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে ব্যবহৃত হয়।

ল্যাবরেটরি

বিদ্যালয়ে পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, জীববিজ্ঞান, কম্পিউটার ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের গবেষণার জন্য রয়েছে ল্যাব। এসব ল্যাবে বহু মূল্যবান যন্ত্রপাতি রয়েছে। শিক্ষার্থীদের ব্যবহারিক বিষয়ে জ্ঞান লাভের জন্য এসব উপকরণ ব্যবহৃত হয়।

গ্রন্থাগার

বিদ্যালয়টিতে রয়েছে বিশাল একটি গ্রন্থাগার। এতে রয়েছে বিভিন্ন ধরনের নামী-দামী কয়েক হাজার বই। শিক্ষার্থীরা এখানে স্বাচ্ছন্দ্যে বসে পড়তে পারে এবং তাদের পছন্দের বই নির্দিষ্ট সময়ের জন্য বাড়ি নিয়ে যেতে পারে।

বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড

বছরজুড়েই বিদ্যালয়ে নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড পালন করা হয়। শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, জাতির জনকের জন্মদিন ও বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান যথাযথ মর্যাদার সাথে পালিত হয়। বর্ষবরণ, বাসন্তী উৎসব ইত্যাদি নানা রকম অনুষ্ঠান ছাত্রী-শিক্ষক সম্মিলিতভাবে পালন করে। এছাড়াও প্রতি বছরই আয়োজিত হয় শিক্ষা সফর।

সংঘ

এ বিদ্যালয়ে ০৩টি সংগঠন আছে।

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "পরিক্রমা, বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়"bbangovtgirlshs.edu.bd। ২০২২-০৯-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১১ 
  2. "ফলাফল, বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়"chttoday.com। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১১ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!