বাংলাদেশী মহিলা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটারদের তালিকা
একদিনের আন্তর্জাতিক বা ওডিআই হচ্ছে দুইটি দেশের প্রতিনিধিত্বকারী দলের মধ্যে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট খেলা, যাদের প্রত্যেকেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক নির্ধারিত ক্রিকেটে দলের মানদণ্ড মহিলা ওডিআই মর্যাদা থাকতে হবে। মহিলা ওডিআইয়ের খেলাটি টেস্ট খেলার চেয়ে ভিন্ন, এখানে প্রতিটি দলের জন্য ওভারের সংখ্যা থাকে সীমিত, এবং প্রতিটি দল কেবল একটি ইনিংসই খেলতে পারে। বাংলাদেশ মহিলা দলের প্রথম মহিলাদের একদিনের আন্তর্জাতিক (মহিলা ওডিআই) খেলা শুরু করে ২০১১ সালে। তখন থেকে প্রতিনিধিত্বকারী দলীয় সদস্য সংখ্যা ২৯ জন। নিম্নের তালিকাটিতে প্রথম মহিলা ওডিআই-এ অভিষেকের ভিত্তিতে প্রমিলা খেলোয়াড়গণের নাম সাজানো হয়েছে। যদি কোন খেলায় একের অধিক প্রমিলা ক্রিকেটার অভিষেক করে থাকে তবে তাদেরকে নামের বর্ণানুসারে সাজানো হয়েছে।