বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস

বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস
সংক্ষেপেবিএসএম
গঠিত১৯৭৬; ৪৯ বছর আগে (1976)
উদ্দেশ্যবাংলাদেশে অণুজীববিজ্ঞান শিক্ষা ও গবেষণার প্রসার
সদরদপ্তরঅণুজীববিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা
ওয়েবসাইটwww.bsm.org.bd

বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস (বিএসএম) বাংলাদেশী অণুজীববিজ্ঞানীদের একটি সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে এর অবস্থান। এটি বাংলাদেশ জার্নাল অব মাইক্রোবায়োলজি নামে একটি জার্নাল প্রকাশ করে থাকে।

ইতিহাস

বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস ১৯৭৬ সালে বাংলাদেশের কয়েকজন গবেষক এবং বুদ্ধিজীবীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে এটি বাংলাদেশের অণুজীববিজ্ঞানী ও গবেষকদের বৃহত্তম সংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন] সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মেজর জেনারেল মাহমুদুর রহমান চৌধুরী, যিনি ২৪ জুন, ১৯৯৯ সালে মারা যান।

প্রতিষ্ঠাতাবৃন্দ

  • অধ্যাপক আমিনুল ইসলাম,
  • মেজর জেনারেল এম আর চৌধুরী,
  • ডাঃ কেএমএস আজিজ,
  • ডাঃ ইমদাদুল হক,
  • ডাঃ ফরিদা হক,
  • অধ্যাপক নাইয়ুম চৌধুরী
  • অধ্যাপক খায়রুল বাশার,
  • অধ্যাপক এম আর খান,
  • মেজর জেনারেল মতিউর রহমান,
  • জনাব জি কে জোয়ার্দার,
  • অধ্যাপক এস এস কাদরী,
  • অধ্যাপক মামুন রশীদ চৌধুরী,
  • ডাঃ মহসিন পাটোয়ারী,
  • ডাঃ ফজলে রাব্বি,
  • ডাঃ আনসার আলী,
  • ডাঃ শাহজাহান কবির,
  • ডাঃ সৈয়দা কাদসিয়া আক্তার (প্রয়াত),
  • ডঃ সৈয়দ আশরাফ আহমেদ,
  • ডাঃ ফিরদৌসী কাদরী,
  • ডাঃ মোহাম্মদ রহমতুল্লাহ,
  • ডাঃ এম শওকত আলী,
  • ডাঃ এম এ রহিম প্রমুখ অন্যান্য।

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!