বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটি (এফএফএসবি) বাংলাদেশ ফিল্ম সোসাইটির একটি সহযোগী সংস্থা। বাংলাদেশের ক্রিয়াশীল সকল চলচ্চিত্র সোসাইটির একটি ফেডারেশন হিসেবে ১৯৭৩ সালে ২৪ অক্টোবর এটি যাত্রা শুরু করে।[১][২][৩] এফএফএসবি নিয়মিতভাবে বাংলাদেশের বিভিন্ন শহরে ফিল্ম স্ক্রিনিং, ফিল্ম ফেস্টিভ্যালস, ফিল্ম অ্যাপ্রিশিয়েশন ক্রস এবং অন্যান্য ফিল্ম মেকিং সম্পর্কিত কোর্সের ব্যবস্থা করে থাকে। বছরের শেষের দিকে, সারা বাংলাদেশে সদস্যতার রোলগুলিতে এফএফএসবির ৪০ টি নিয়মিত ফিল্ম সোসাইটি ছিল।[৪]
এফএফএসবির কার্যক্রম গুলো হচ্ছে- ভাল সিনেমার প্রচার করা ও প্রচারে সহযোগিতা করা, ফিচার এবং শর্ট ফিল্মের স্ক্রিনিংয়ের জন্য তার সদস্য সংগঠনগুলিকে সহযোগিতা করা এবং একই জাতীয় উদ্যোগ গ্রহণকারী জাতীয় এবং আন্তর্জাতিক উভয় সংস্থার সাথে নিজেকে যুক্ত করে সহযোগিতা করা।[৫][৬]
তথ্যসূত্র