বাংলাদেশ মডেল জাতিসংঘ হল ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ( ইউএনওয়াইএসএবি ) আয়োজিত জাতিসংঘের একটি মডেল সম্মেলন। ইউএনইএসএবি বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে মডেল জাতিসংঘের ধারণা প্রচারের লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করে। [১]
মডেল ইউনাইটেড নেশনস (মডেল ইউএন বা কেবল মুন হিসাবে পরিচিত) হল একটি শিক্ষামূলক অনুকরণ যা নাগরিক, যোগাযোগ এবং বহুপাক্ষিক কূটনীতিতে আলোকপাত করে। জাতিসংঘের মডেল সম্মেলনের সময় শিক্ষার্থীরা বিদেশী কূটনীতিক হিসাবে ভূমিকা গ্রহণ করে এবং একটি আন্তঃসরকারী সংস্থার (আইজিও) সিমুলেটেড অধিবেশনে অংশ নেয়। অংশগ্রহণকারীরা একটি দেশ নিয়ে গবেষণা করে এবং সেই দেশের কূটনীতিক সম্পর্কে ভূমিকা পালন করে। তারা আন্তর্জাতিক সমস্যাগুলি তদন্ত করে, বিতর্ক করে, ইচ্ছাকৃতভাবে পরামর্শ করে বা পরামর্শ দেয় এবং তারপরে বিশ্বের বিভিন্ন সমস্যার সমাধান সাধন করে।
বাংলাদেশ মডেল জাতিসংঘ জাতিসংঘের একটি একাডেমিক সিমুলেশন যার লক্ষ্য নাগরিকদের কার্যকর যোগাযোগ, বিশ্বায়ন ও বহুপক্ষীয় কূটনীতি সম্পর্কে শিক্ষিত করে তোলা।
ইতিহাস
ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউএনওয়াইএসএবি) বাংলাদেশের মডেল জাতিসংঘের প্রবর্তক। জাতিসংঘ দিবস উপলক্ষে ২০০২ সালের অক্টোবরে ইউএনএইএসবি এবং ইউএনএইসি-সহযোগিতায় ঢাকা বাংলাদেশে সর্বপ্রথম মডেল জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত করা হয়।[২][৩] পরে, ইউএনইএসএবি ২১ অক্টোবর ২০০৩ সালে বাংলাদেশে মডেল জাতিসংঘের দ্বিতীয় সম্মেলনের আয়োজন করে। [৪] এইচআইভি / এইডস ছিল সম্মেলনের আলোচনার বিষয় ।
ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউএনইএসএবি) এবং প্রচারণাবিষয়ক জনপ্রিয় শিক্ষা (সিএমপিই) যৌথভাবে ২৮-২৯, ২০০৬ সালে আইডিবি ভবনে মানসম্মত শিক্ষা ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য নিয়ে দু'দিনের 'মডেল জাতিসংঘ সম্মেলনের' আয়োজন করে। [৫] এটি ছিল বাংলাদেশের মডেল জাতিসংঘের তৃতীয় সম্মেলন। [২]
জাতিসংঘের তিনটি সম্মেলন সফলভাবে আয়োজনের পর ইউএনএসএবি ২০১১ সালে বিশ্ববিদ্যালয় ও বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ মডেল জাতিসংঘ আয়োজন করতে বেরিয়েছিল। [২] ২০১১ সালে ইউএনইএসএবি বাংলাদেশ মডেল জাতিসংঘ ২০১১ আয়োজন করে।
সম্মেলন
বাংলাদেশ মডেল জাতিসংঘ এই পর্যন্ত পাঁচটি সম্মেলনের অভিজ্ঞতা অর্জন করেছে। [৬][৭] এই সম্মেলনের আরো একটি পর্ব হল ২০১৪ সালের ২৪ জুন এই সংঘ ষষ্ঠ অধিবেশন করে। সন্ত্রাসবাদ সম্পর্কিত মডেল জাতিসংঘ এছাড়াও এই জাতিসংঘ প্রথম সম্মেলন ২৪ থেকে ২৬ শে অক্টোবর, ২০০২ সালে ঢাকার ইসলামিক উন্নয়ন ব্যাংক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছিল। ২০০৩ সালের অক্টোবরে আবার ইউএনসির সহযোগিতায় দ্বিতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছিল এবং আলোচনার বিষয়বস্তু ছিল এইচআইভি / এইডস।বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জামির উদ্দিন সরকার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান । উদ্বোধনী অধিবেশনটির সভাপতিত্ব করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিঃ জর্জেন লিসনার।[২]
ইউএনইএসএবি এবং ক্যামএএমপিই যৌথভাবে ২৮-২৯, ২০০৬ সালে ইসলামিক উন্নয়ন ব্যাংকের ভবনে মানসম্মত শিক্ষা এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য সম্পর্কিত মডেল জাতিসংঘের সম্মেলন আয়োজন করে । বাংলাদেশ মডেল জাতিসংঘ ২০১১ সালের ১৩ থেকে ১৫ অক্টোবর ধানমন্ডি ক্যাম্পাসে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছিল।[৮] সম্মেলনের মূল প্রতিভা ছিল 'সবার জন্য খাদ্য নিশ্চিত করা'। বাংলাদেশ মডেল ইউনাইটেড নেশনস ২০১৩ 'দক্ষিণ এশিয়ার টেকসই উন্নয়ন' প্রতিপাদ্যটি দিয়ে যাত্রা শুরু করে। বাংলাদেশী স্কুল শিক্ষার্থীদের কার্যকর যোগাযোগ, বিশ্বায়ন ও বহুমুখী কূটনীতি সম্পর্কে শিক্ষিত করার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল।সম্মেলনটি ঢাকার নটরডেম কলেজ এবং ইউএনআইসি মিলনায়তনে ২৫ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।[৬] এটি ছিল বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের তরুণ কূটনীতিকদের জন্য প্রথম মডেল জাতিসংঘের সম্মেলন। [৯] বাংলাদেশ মডেল জাতিসংঘ ২০১৪-এর সম্মেলন ২৪ শে জুন ২০১৪ সালে শুরু হয়েছিল। [১০] এবার ঢাকার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে মডেল ইউনাইটেড নেশন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। [১১]
সম্মেলনের মূল বিষয় ছিল 'যুবসমাজের জন্য উন্নয়ন' যুবসমাজের উত্সর্গকরণ ভবিষ্যতে সত্যই একটি বিশ্বব্যাপী পরিবর্তন আনতে পারে তা মনে রেখে এটি স্কুলের শিক্ষার্থীদের উন্নয়ন শিরোনাম সম্পর্কিত ধারণাতে অন্বেষণ করার জন্য তাদের একটি প্ল্যাটফর্ম ছিল। সম্মেলনের সপ্তম অধিবেশন, বাংলাদেশ মডেল জাতিসংঘ গ ২০১৫ আধিপত্য ক্যান্টনমেন্ট কলেজে ২৯ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউএনওয়াইএসএবি) আয়োজিত এটি বাংলাদেশের জাতিসংঘ সম্মেলনের ইতিহাসে বৃহত্তম হয়ে ওঠে ৫৭১ জন শিক্ষার্থী প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করে। [১২] সম্মেলনের অষ্টম অধিবেশন, আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বাংলাদেশ মডেল জাতিসংঘ ২০১৬ সালে অনুষ্ঠিত হয়েছিল। [১৩]
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ BANMUN, UNYSAB, অক্টোবর ২০১৩, ২০১৪-০৫-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৪
- ↑ ক খ গ ঘ BANMUN History, BANMUN, অক্টোবর ২০১৩, মে ২৫, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৪
- ↑ First Model United Nations: UNYSAB, UNYSAB, অক্টোবর ২০১৩, ২০১৫-০৮-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৪
- ↑ Model World Summit on HIV/AIDS: UNYSAB, UNYSAB, অক্টোবর ২০১৩, ২০১৪-০৫-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৪
- ↑ MUN Conference on QUALITY EDUCATION & MDGs, BANMUN, অক্টোবর ২০১৩, ২০১৪-০৫-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৪
- ↑ ক খ "Campus Bites", New Age, Dhaka, অক্টোবর ২৬, ২০১৩, ২০১৬-০৭-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৪
- ↑ "BANMUN- A Student Platform", Star Campus, অক্টোবর ২৩, ২০১১, মে ২৫, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৪
- ↑ "Creating the future", ঢাকা ট্রিবিউন, নভেম্বর ১৬, ২০১৩, সেপ্টেম্বর ২৩, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৪
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়; auto22
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
- ↑ BANMUN 2014 Launched, BD Chronicle, জুন ২৪, ২০১৩, ডিসেম্বর ১৯, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২০১৪-০৬-২৪
- ↑ BANMUN Overview, BANMUN, অক্টোবর ২০১৩, মে ২৫, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৪
- ↑ "Leaping over boundaries", ঢাকা ট্রিবিউন, আগস্ট ১১, ২০১৫, সেপ্টেম্বর ২৩, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২০১৫-০৮-১৫
- ↑ "Bangladesh Model UN assembly of students ends in Dhaka"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-০৯।