বসন্ত বিজয় হলো একটি আখ্যানমূলক কবিতা, যা ভারতীয় কবি মণিশঙ্কর রত্নজি ভট্ট 'কান্ত' (1867-1923) লিখেছেন। তিনি কবি কান্ত নামে পরিচিত ছিলেন।[১]
সারসংক্ষেপ
বসন্ত বিজয় ভারতীয় মহাকাব্য মহাভারতে পাঁচ পাণ্ডবের পিতা পান্ডুর কাহিনী উল্লেখ করেছে।[২] বসন্ত বিজয় কবিতা দ্বারা কবি কান্ত মহাভারতের আদি পর্বের ( দ্য বুক অফ দ্য বিগিনিং ) একটি অংশকে বর্ণনা করেছেন ।[৩]
অভ্যর্থনা
তথ্যসূত্র
বহিঃসংযোগ