বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্যের গড় উচ্চতা ৫৬ মিটার (১৮৪ ফু)।[১] গ্রীষ্মকালে এর উষ্ণতা ৪০ °সে (১০৪ °ফা) উষ্ণতাকে ছাপিয়ে যায় এবং শীতকালে এর উষ্ণতা ১০ °সে (৫০ °ফা) উষ্ণতায় পৌঁছায়।[২] অভয়ারণ্যের বার্ষিক গড় বৃষ্টিপাত ১,২১২ মিলিমিটার (৪৭.৭ ইঞ্চি), বিশেষত মৌসুমি মাসে (জুনে থেকে অক্টোবর)।[২]
প্রাণিজগৎ
বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্যে তিনটি ঝিল বর্তমান, যেখানে প্রচুর পরিমাণে স্থানীয় ও পরিযায়ী পাখি উপস্থিত। সেপ্টেম্বর ১৯৬৭-এ প্রতিষ্ঠিত এই বন্যপ্রাণী অভয়ারণ্য রাজ্যে অত্যন্ত সফলভাবে হরিণ সংরক্ষণ করা হয়েছে। এখানে বহু চিত্রা হরিণ, কৃষ্ণসার এবং শিয়াল ও খেঁকশিয়ালসহ অন্যান্য স্থানীয় প্রাণী বর্তমান। সমগ্র বন্যপ্রাণী অভয়ারণ্যটি সংরক্ষিত এলাকা এবং সেখানে ওয়াচটাওয়ার ও জঙ্গলপথ বর্তমান যাতে করে পর্যটকেরা হেঁটে বেড়াবেন এবং হরিণ ও অন্যান্য বন্যপ্রাণীর দর্শন করতে পারবেন।[৩]