বর্ধমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি শহর ও পৌরসভা। এটি বর্ধমান বিভাগ, পূর্ব বর্ধমান জেলা ও বর্ধমান সদর উত্তর মহকুমার সদর। রাঢ় অঞ্চলের কেন্দ্রস্থলে দামোদর নদের তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০ মিটার উচ্চতায় বর্ধমান শহরটি অবস্থিত। বর্ধমান পৌরসভা ও পশ্চিমবঙ্গ সরকারের একাধিক বিভাগ এই শহরের প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত। এখানকার শীতকালীন তাপমাত্রা প্রায় ১০°সে ও গ্রীষ্মকালীন তাপমাত্রা ৪৫°সে ছুঁয়ে যায়। একাধিক ঐতিহাসিক মন্দির ও স্মারকের উপস্থিতির কারণে বর্ধমান পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র।
"বর্ধমান" নামটির উৎপত্তি প্রসঙ্গে বিভিন্ন মত প্রচলিত আছে। কোনো কোনো মতে জৈন তীর্থঙ্কর বর্ধমান মহাবীরের নামে এই শহরের নামকরণ করা হয়। আবার অন্যমতে পূর্ব ভারতে আর্যীকরণের সময় গড়ে ওঠা এই জনপদটির বর্ধিষ্ণুতার কারণে এটিকে বর্ধমান নামে অভিহিত করা হয়।
ইতিহাস
একাধিক প্রাচীন সংস্কৃত, বৌদ্ধ ও জৈন ধর্মগ্রন্থে বর্ধমান শহরের নাম উল্লিখিত হয়েছে। মুঘল যুগে এই শহরটি ছিল মুঘল বর্ধমান জেলার রাজধানী। তখন শহরের নাম রাখা হয়েছিল "শরিফাবাদ"। সম্রাট জাহাঙ্গীরের সময় বর্ধমান "বদে দেওয়ান" নামে পরিচিত ছিল। ১৬৮৯ সালে কৃষ্ণচন্দ্র রাই মুঘল সম্রাট আওরঙ্গজেব বর্ধমানের জমিদার ও চৌধুরী নিযুক্ত হন। ১৭৪০ সালে বর্ধমানের জমিদার চিত্র সেন রাই মুঘল সম্রাট কর্তৃক রাজা উপাধিতে ভূষিত হন। এর ফলে বর্ধমান রাজের সূচনা ঘটে। ১৭৬০ সালে মীরকাশিম বর্ধমান জেলা ব্রিটিশদের হস্তান্তরিত করলে এই শহর জেলার জেলাসদরে পরিণত হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনে এই শহরের যোগদানের ইতিহাস অত্যন্ত গৌরবময়। ১৯৫৫ সালে জমিদারি উচ্ছেদ হলে বর্ধমান রাজের অবলুপ্তি ঘটে। বর্তমানে বর্ধমান পশ্চিমবঙ্গের একটি দ্রুত উন্নয়নশীল বাণিজ্যকেন্দ্র। শহরের উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার স্থাপিত বর্ধমান উন্নয়ন সংস্থা একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করেছেন।
বর্ধমান পৌরসভা এবং বর্ধমান ১ ও বর্ধমান ২ সমষ্টি উন্নয়ন ব্লক বর্ধমান থানা ও বর্ধমান মহিলা থানার অন্তর্গত, যার মোট আয়তন ১৯২.১৫ বর্গকিলোমিটার (৭৪.১৯ বর্গমাইল)। এছাড়া বড়বাজার, মুরাদপুর, কেশবগঞ্জ, নতুনগঞ্জ ও বীরহাটায় পুলিশ ফাঁড়ি আছে।[৮][৯]
২০১১ সালের জনগণনা অনুসারে বর্ধমান পৌরপিণ্ডের জনসংখ্যা ৩,১৪,২৬৫। এর মধ্যে পুরুষ ৫২% এবং নারী ৪৮%। এখানে সাক্ষরতার হার ৮৮.৬২%, পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৯১.৭৭% এবং নারীদের মধ্যে এই হার ৮৪.৭৪%। সারা ভারতের সাক্ষরতার হার ৭৯.৫%, তার চাইতে বর্ধমান এর সাক্ষরতার হার বেশি। এই শহরের জনসংখ্যার ৯% হল ৬ বছর বা তার কম বয়সী।[১২]
↑"District Statistical Handbook 2014 Bardhaman"। Tables 2.1, 2.2। Department of Statistics and Programme Implementation, Government of West Bengal। ২১ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৮।উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)
↑"Purba Bardhaman District Police"। Police Station। West Bengal Police। ২৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৮।উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)