বর্ডার ক্রিকেট দল

বর্ডার ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে বর্ডার অঞ্চলের প্রতিনিধিত্বকারী দল। মার্চ, ১৮৯৮ সাল থেকে দলটি খেলতে শুরু করে।

২০০৪ সালে দক্ষিণ আফ্রিকায় বিশেষ প্রাধিকারপ্রাপ্ত পদ্ধতির প্রচলন হলে বর্ডার দল ইস্টার্ন প্রভিন্সের সাথে একীভূত হয় ও ওয়ারিয়র্স গঠন করে।

সম্মাননা

  • কারি কাপ (০) -  ; যৌথভাবে (০) -
  • স্ট্যান্ডার্ড ব্যাংক কাপ (০) -
  • সাউথ আফ্রিকান এয়ারওয়েজ প্রভিন্সিয়াল থ্রি-ডে চ্যালেঞ্জ (০) -
  • সাউথ আফ্রিকান এয়ারওয়েজ প্রভিন্সিয়াল ওয়ান-ডে চ্যালেঞ্জ (০) -

ইতিহাস

শুরু থেকেই বর্ডার দলকে দক্ষিণ আফ্রিকার অন্যতম দূর্বল দল হিসেবে চিত্রিত করা হয়েছে। ১৮৯৭-৯৮ মৌসুমে প্রথম-শ্রেণীর ক্রিকেটে যাত্রা শুরু করে দলটি। ২০১৭-১৮ মৌসুম শেষে দলটি সর্বমোট ৫৮৪টি খেলায় অংশ নিয়ে ১৭৩টি জয়, ২৪১টি পরাজয়, একটি টাই ও ১৬৯টি খেলায় ড্র করে।[] প্রথম-শ্রেণীর ক্রিকেটে খেলায় সর্বনিম্ন মোট রান সংগ্রহের রেকর্ডের ন্যায় অগৌরবজনক রেকর্ডের সাথে তাদের নামকে জড়িয়ে রেখেছে। ১৯৫৯-৬০ মৌসুমে জ্যান স্মাটস গ্রাউন্ডে নাটাল দলের বিপক্ষে কারি কাপে খেলে সর্বমোট ৩৪ রান তুলে। প্রথম ইনিংসে ১৬ ও দ্বিতীয় ইনিংস ১৮ রান তুলে।[][]

নভেম্বর, ২০১৭ সালে মার্কো ম্যারাইস ১৯১ বলে অপরাজিত ৩০০ রান তুলেন। ২০১৭-১৮ মৌসুমে সানফয়েল থ্রি-ডে কাপে ইস্টার্ন প্রভিন্সের বিপক্ষে এ রান তুলেছেন।[] দক্ষিণ আফ্রিকার প্রথম-শ্রেণীর ক্রিকেটে এটিই দ্রুততম ত্রি-শতরানের সংগ্রহের ঘটনা। এছাড়াও, ২০১০ সালের পর এটিই প্রথম।[]

মাঠ

বর্ডার দল আয়োজক দল হিসেবে অতিথি দলের বিপক্ষে নিম্নোক্ত মাঠসমূহ ব্যবহার করে: Venues have included:

  • ভিক্টোরিয়া গ্রাউন্ড, কিং উইলিয়ামস টাউন (নভেম্বর, ১৯০৩ থেকে - মার্চ, ১৯৫৮ সাল পর্যন্ত মাঝে-মধ্যে ব্যবহার করা হয়)
  • জ্যান স্মাটস গ্রাউন্ড, ইস্ট লন্ডন (মার্চ, ১৯০৭ - জানুয়ারি, ১৯৮৮ পর্যন্ত প্রধান মাঠ)
  • ভিক্টোরিয়া রিক্রিয়েশন গ্রাউন্ড, কুইন্সটাউন (মার্চ, ১৯০৭ - নভেম্বর, ১৯৬২ পর্যন্ত বিকল্প মাঠ)
  • কেমব্রিজ রিক্রিয়েশন গ্রাউন্ড, ইস্ট লন্ডন (ডিসেম্বর, ১৯৪৭ - জানুয়ারি, ১৯৪৮ পর্যন্ত স্বল্প সময়ের জন্যে ব্যবহৃত মাঠ)
  • বাফেলো পার্ক, ইস্ট লন্ডন (অক্টোবর, ১৯৮৮ - বর্তমান পর্যন্ত প্রধান মাঠ)

তথ্যসূত্র

  1. "Playing Record"CricketArchive। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৮ 
  2. Frindall, Bill, “Wisden Book of Cricket Records”, 4th edition, Headline Publishing, London, 1998
  3. "Currie Cup, 1959/60, Border v Natal"Cricinfo। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৭ 
  4. "Pool A, Sunfoil 3-Day Cup at East London, Nov 23-25 2017"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৭ 
  5. "Marco Marais smashes the fastest triple ton in first-class cricket"CricTracker। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৭ 

আরও পড়ুন

  • South African Cricket Annual – various editions
  • Wisden Cricketers' Almanack – various editions

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!