বরুসিয়া ভেরাইন ফুর লাইবেসুবুঙ্গেন ১৯০০ ইভি মনশেনগ্লাডবাখ (সাধারণত বরুসিয়া মনশেনগ্লাডবাখ উচ্চারণ [boˈʁʊsi̯aːmœnçn̩ˈɡlatbax],[২][৩]মনশেনগ্লাডবাখ অথবা বরুসিয়া নামে পরিচিত) হচ্ছে মনশেনগ্লাডবাখ ভিত্তিক একটি জার্মান পেশাদার ফুটবল ক্লাব।[৪] এই ক্লাবটি বর্তমানে জার্মানির শীর্ষ স্তরের ফুটবল লীগ বুন্দেসলিগায় খেলে। এই ক্লাবটি ১৯০০ সালের ১লা আগস্ট তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। বরুসিয়া মনশেনগ্লাডবাখ তাদের সকল হোম ম্যাচ মনশেনগ্লাডবাখের বরুসিয়া-পার্কে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৫৪,০২২। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মার্কো রোজ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন রলফ কনিগস। জার্মানআক্রমণভাগের খেলোয়াড়লার্স স্টিন্ডল এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।