বন মটমটিয়া (বৈজ্ঞানিক নাম:Chromolaena odorata) উষ্ণমণ্ডলীয় অঞ্চলের গুল্মজাতীয় সূর্যমুখী পরিবারের উদ্ভিদ। উত্তর আমেরিকা, ফ্লোরিডা এবং টেক্সাস থেকে মেক্সিকো এবং ক্যারিবীয় অঞ্চলের স্থানীয় উদ্ভিদ এটি।[২] উত্তর আমেরিকার স্থানীয় উদ্ভিদ। এটিকে পৃথিবীর সর্বাপেক্ষা আগ্রাসি আগাছা হিসেবে গণ্য করা হয়। বৃষ্টিস্নাত বুনো ঝোঁপ। যশোর এলাকায় এটি "মটমটে" নামে পরিচিত। হাতে-পায়ে মচকা লেগে ব্যাথা পেলে এর পাতা বেটে লাগিয়ে রাখলে ব্যাথার উপশম হয়।