বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদ্রাসা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদ্রাসা পঞ্চগড়
ধরনএমপিও ভুক্ত
স্থাপিত১ জানুয়ারি ২০১৫; ৯ বছর আগে (2015-01-01)
অধ্যক্ষমোজাম্মেল হক
মাধ্যমিক অন্তর্ভুক্তিবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
শিক্ষার্থীআনু. ৫০০
ঠিকানা
রাজমহল, পূর্ববাগান বিলুপ্ত গাড়াতি ছিটমহল, ভিতরগঞ্জ
, , ,
শিক্ষাঙ্গনশহুরে
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাটমিন্টন
ওয়েবসাইটhttps://bbsmramadrasha.edu.bd/

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদ্রাসা বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড় জেলার একটি আলিয়া মাদ্রাসা[] মাদ্রাসাটি ২০১৫ সালে স্থাপিত হয়েছে, বর্তমানে মাদ্রাসাটি সরকারীকরণের প্রচেষ্টা চলছে। মাদ্রাসাটির বর্তমান অধ্যক্ষের নাম মোজাম্মেল হক।[]

অবস্থান

এই মাদ্রাসাটি রংপুর বিভাগের পঞ্চগড় জেলার সদর উপজেলার পূর্ব বাগানের (বিলুপ্ত গাড়াতি ছিটমহল) রাজমহল নামক স্থানে অবস্থিত। এই স্থানটি রাজমহল পূর্ববাগান বিলুপ্ত গাড়াতি ছিটমহল ভিতরগঞ্জ নামেও পরিচিত।

ইতিহাস

২০১৫ সালে একটি প্রাক্তন ছিটমলের ভিতরে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়। মাদ্রাসাটি শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের জাতীয় দিবস সংশ্লিষ্ট অনুষ্ঠান নিয়মিতভাবে পালন করে থাকে।[]

তথ্যসূত্র

  1. "দৈনিক জনকন্ঠ || সরকারি হচ্ছে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নামে ২৮ প্রতিষ্ঠান"দৈনিক জনকন্ঠ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১০ 
  2. "সাবেক ছিটমহল নেতার গ্রেপ্তার দাবিতে মানববন্ধন - Bhorer Kagoj"www.bhorerkagoj.com। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১০ 
  3. "সারাদেশে বঙ্গবন্ধুর শততম জন্মদিন উদযাপন -- Somoy Tv News"Somoy News। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১০ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!