এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত। অনুগ্রহ করে নিবন্ধটি সম্প্রসারণ করে উইকিপিডিয়াকে সাহায্য করুন। অন্যথায়, এটি অপসারণের জন্য বিবেচিত হতে পারে।(মার্চ ২০১০)
ফ্লেরোভিয়ামইংরেজি: Flerovium একটি ভারী কৃত্তিম মৌল। এর প্রতীক হল Fl এবং পারমাণবিক সংখ্যা হল ১১৪। এটি একটি তেজস্ক্রিয় মৌল। এর নামকরণ হয় ফ্লেরভ ল্যাবরেটরি এর নাম অনুসারে যা রাশিয়ায় দাবনায় অবস্থিত। যেখানে এই মৌলটি ১৯৯৮ সালে আবিষ্কৃত হয়। ল্যাবরেটরিটির নাম নেয়া হয় পদার্থবিজ্ঞানী জর্জ ফ্লাইরোভ(Флёров এর নামে। মৌলটির নাম আন্তর্জাতিক বিশুদ্ধ ও ফলিত রসায়ন সংস্থা দ্বারা ২০১২ সালে গৃহীত হয়।