ফ্লিপ-ফ্লপ (ইলেক্ট্রনিক্স)

R1, R2 = 1 kΩ R3, R4 = 10 kΩ
এসআর ফ্লিপ-ফ্লপ বা ল্যাচ। লাল হল "১" আর কালো হল "০"।

ফ্লিপ-ফ্লপ বা ল্যাচ (ইংরেজি: Flip-flop অথবা latch) ফ্লিপ ফ্লপ হলো ইলেকট্রনিক্সে ব্যবহৃত এক ধরনের যন্ত্র যা উপাত্ত সঞ্চিত রাখার জন্য ব্যবহৃত হয়। ইলেক্ট্রনিক তথ্য প্রযুক্তির ধারাবাহিক যুক্তি তন্ত্রে এই যন্ত্রটি ব্যবহার করা হয়। একটি ল্যাচ এক বিট তথ্য ধারণ করতে পারে। ১৯১৮ সালে ব্রিটিশ পদার্থবিদ উইলিয়াম একেল্সএফ. ডব্লি. জর্ডান প্রথম ইলেকট্রনিক ফ্লিপ-ফ্লপ উদ্ভাবন করেন।[][] প্রাথমিক ভাবে এর নাম ছিলো একেল্স-জর্ডান ট্রিগার সার্কিট যা দইটি কার্যকর উপাদান (ভ্যাকুয়াম টিউব) দিয়ে গঠিত ছিল।[]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. William Henry Eccles and Frank Wilfred Jordan, "Improvements in ionic relays ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ অক্টোবর ২০০৮ তারিখে" British patent number: GB 148582 (filed: 21 June 1918; published: 5 August 1920).
  2. See:
  3. Pugh, Emerson W.; Johnson, Lyle R.; Palmer, John H. (১৯৯১)। IBM's 360 and early 370 systemsবিনামূল্যে নিবন্ধন প্রয়োজন। MIT Press। পৃষ্ঠা 10আইএসবিএন 978-0-262-16123-7 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!