ফ্রান্সিস এলিজাবেথ অ্যালেন

ফ্রান্সিস এলিজাবেথ অ্যালেন
জন্ম (1932-08-04) ৪ আগস্ট ১৯৩২ (বয়স ৯২)
মৃত্যু৪ আগস্ট ২০২০(2020-08-04) (বয়স ৮৮)
জাতীয়তাআমেরিকান
মাতৃশিক্ষায়তনস্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক অ্যাট আলবেনী,
মিশিগান বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণhigh-performance computing, parallel computing, compiler organization, optimization
দাম্পত্য সঙ্গীজেকব টি শোয়ার্টয ()
পুরস্কারটুরিং পুরস্কার ২০০৬
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রকম্পিউটার বিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহআইবিএম

ফ্রান্সিস এলিজাবেথ অ্যালেন (জন্ম: ৪আগস্ট, ১৯৩২) একজন মার্কিন কম্পিউটার বিজ্ঞানী। কাজের স্বীকৃতি স্বরূপ তিনি বিভিন্ন পুরস্কারের পাশাপাশি ২০০৬ সালের এসিএম প্রদত্ত টুরিং পুরস্কার পান। তিনি ২০২০ সালের ৪ আগস্ট, তার জন্মদিনের দিন মৃত্যু বরণ করেন।

জন্ম ও শিক্ষাজীবন

অ্যালেন ১৯৫৪ সালে স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক অ্যাট আলবেনী থেকে গণিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫৭ সালে মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে গণিতে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫৭ সালে আইবিএমে যোগদান করেন।

কর্মজীবন

গবেষণা

পুরস্কার ও সম্মাননা

তথ্যসূত্র

বহি:সংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!