ফ্রান্স ইমিল সিলান্পা (উচ্চারণ [frɑnsˈeːmilˈsilːɑmˌpæː](শুনুনⓘ); ১৬ সেপ্টেম্বর ১৮৮৮ – ৩ জুন ১৯৬৪) হলেন একজন ফিনিস লেখক। ১৯৩৯ সালে তিনি প্রথম ফিনিস লেখক হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন " তার দেশের নাগরিক জীবনের এবং এর সাথে প্রকৃতির নিবিড় সম্পর্ক লেখনীর মাধ্যমে ফুটিয়ে তোলায়।"[১]
জন্ম ও প্রাথমিক জীবন
ফ্রান্স ইমিল সিলান্পা ১৮৮৮ সালের ১৬ সেপ্টেম্বর হ্যামেনকিরোতে একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। যদিও তার বাবা-মা দরিদ্র ছিলেন, কিন্তু তারা তাকে ট্যাম্পেরের স্কুলে পাঠিয়েছিলেন। স্কুলে সিলানপা একজন ভালো ছাত্র ছিলেন এবং তার হিতৈষী হেনরিক লিলজেরুসের সাহায্যে তিনি চিকিৎসাবিদ্যা অধ্যয়নের জন্য ১৯০৮ সালে হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ে ভর্ত হন।[২][৩] বিশ্ববিদ্যালয়ে তাঁর পরিচিতদের মধ্যে ছিলেন চিত্রশিল্পী ইরো জার্নফেল্ট এবং পেক্কা হ্যালোনেন, সুরকার জিন সিবেলিয়াস এবং লেখক জুহানি আহো।[২]