ফোর মোর শটস প্লিজ![১] হচ্ছে অনু মেনন এবং নুপুর অস্থানা পরিচালিত অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রচারিত ওয়েবভিত্তিক একটি ভারতীয় টেলিভিশন অনুষ্ঠান।[২][৩] এই অনুষ্ঠানটি চারজন ত্রুটিযুক্ত নারীর (যাদের মধ্যে দুইজনের বয়স ৩০–৩৯-এর মধ্যে এবং দুইজনের বয়স ২০–২৯-এর মধ্যে) কাহিনীকে ঘিরে নির্মিত, যারা প্রেম, ভুল এবং মুম্বইয়ের বারে টকিলা শট গ্রহণের মাধ্যমে সত্যিকার অর্থে নিজেদের জীবনকে উপভোগ করে। এই অনুষ্ঠানটি অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রচারিত প্রথম নারীকেন্দ্রিক অনুষ্ঠান (যেখানে প্রধান চরিত্রে শুধুমাত্র নারী অভিনয় করেছে), যেখানে সায়ানী গুপ্তা, বানি জে, কীর্তি কুলহারি এবং মানবী গাগরুর মতো অভিনেত্রীরা অভিনয় করেছেন।[৪] অধিকাংশ পর্যালোচক এই অনুষ্ঠানটিকে "সেক্স অ্যান্ড দ্য সিটির দেশী সংস্করণ" হিসেবে উল্লেখ করেছেন।[৫] এই অনুষ্ঠানের প্রথম মৌসুমটি ভারত হতে অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা শীর্ষ ৩ অনুষ্ঠানের একটি ছিল এবং ২০২০ সালের মে মাসে মুক্তিপ্রাপ্ত দ্বিতীয় মৌসুমটি উক্ত মাধ্যমের "সর্বাধিক দেখা ভারতীয় অনুষ্ঠান'-এ পরিণত হয়েছে।[৬] দ্বিতীয় মৌসুম মুক্তি পাওয়ার পরপরই, অ্যামাজন জানায় যে এই অনুষ্ঠানের তৃতীয় মৌসুমের কাজ চলমান রয়েছে।[৭]
অভিনয়ে
মূল চরিত্র
পার্শ্ব চরিত্র
পর্ব
প্রথম মৌসুম
পর্ব |
পর্বের নাম
|
১ |
"অ্যাম্বিশিয়াস. প্রুড. ফেমিনিস্ট. স্লাট."
|
২ |
"স্ট্রং গার্লস ডোন্ট ব্রেক"
|
৩ |
"লং ওয়ে ফ্রম লুধিয়ানা"
|
৪ |
"এক্স ওয়াই জজজ"
|
৫ |
"লাভ হার. হেট হার."
|
৬ |
"ফাক দিস বার"
|
৭ |
"গোন গার্লস"
|
৮ |
"ফ্যাম-জ্যাম-ওয়্যাম-ব্যাম"
|
৯ |
"রিয়ালিটি বাইটস"
|
১০ |
"ডান্সিং অন দি এজ"
|
|
দ্বিতীয় মৌসুম
পর্ব |
পর্বের নাম
|
১ |
"টুগেদার ফরএভার?"
|
২ |
"লাভ ইজ এ ফোর-লেটার ওয়ার্ড. ফ@#ক লাস্ট হেট লস ফেট"
|
৩ |
"স্প্রিং ক্লিনিং"
|
৪ |
"হেল বেন্ট!"
|
৫ |
"লাভ ইজ ইন দি এয়ার"
|
৬ |
"ক্রসরোডস"
|
৭ |
"স্টেপ ইনটু দ্য লাইট"
|
৮ |
"হুকিং আপ অ্যান্ড ব্রেকিং আপ"
|
৯ |
"নটস অ্যান্ড ক্রসেস"
|
১০ |
"দি ওয়ান"
|
|
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ