ফেয়ার লেডি প্রায়শই আফ্রিকান সারির ভগিনী প্রকাশনা হিসাবে বিবেচনা করা হয়। এটি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় মহিলা ম্যাগাজিন।
ইতিহাস এবং প্রোফাইল
ফেয়ার লেডি প্রতিষ্ঠিত হয় ১৯৬৫ সালে। [১] পত্রিকাটি মাসিক ভিত্তিতে প্রকাশিত হয়। [২] ফেয়ার লেডির সম্পাদক হলেন সুজি ব্রোকেনশ এবং এর প্রকাশক প্যাট্রিসিয়া স্কোল্টেমিয়ার। পত্রিকাটি মিডিয়া২৪ এর মালিকানাধীন। [৩] এর টার্গেট শ্রোতা বিবাহিত বা তালাকপ্রাপ্ত মহিলারা। [৪]
তথ্যসূত্র
বহিঃসংযোগ