ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি

দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন
সংক্ষেপেএফবিসিসিআই
গঠিত১৯৭৩
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
মাহবুবুল আলম
ওয়েবসাইটfbcci.org

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি বা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) হল বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন। এ সংগঠনের মূল উদ্দেশ্য বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও চেম্বারসমূহকে একত্রিত করে সামগ্রিক ব্যবসা উন্নয়নে কাজ করা।[]

ইতিহাস

দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ১৯৭৩ সালে ট্রেড অর্গানাইজেশন অর্ডিন্যান্স অ্যান্ড কোম্পানি অ্যাক্ট, ১৯১৩-এর অধীনে প্রতিষ্ঠিত হয়।[]

গঠন

পরিচালক বোর্ড

  • প্রেসিডেন্ট - ০১
  • প্রথম ভাইস প্রেসিডেন্ট - ০১
  • ভাইস প্রেসিডেন্ট - ০৬
  • পরিচালক - ৫৬

কাজের বিভাগ

  • সাধারণ বিষয়ক বিভাগ
  • সদস্যতা ও আইন বিষয়ক বিভাগ
  • #আন্তর্জাতিক বিভাগ
  • গবেষণা বিভাগ
  • বাণিজ্য ও অর্থব্যবস্থা বিভাগ
  • পিআর এবং প্রোটোকল বিভাগ
  • এসএমই এবং মূল্য নিরীক্ষণ বিভাগ

সদস্য সংস্থা

  • বাণিজ্য ও শিল্প চেম্বার
    • এ শ্রেণির চেম্বার - ৬০
    • বি শ্রেণির চেম্বার - ১৯
  • বাণিজ্য ও শিল্প সমিতি
    • এ শ্রেণির সমিতি - ৩৭২
    • বি শ্রেণির সমিতি - ০৫
  • সংযুক্ত চেম্বার (বিদেশী দেশগুলির সাথে) - ২০

সদস্য

এই তালিকাটি সম্পূর্ণ নয়।

চেম্বার সদস্য

~ এ ~ শ্রেণির চেম্বার

  • বাগেরহাট শিল্প ও বণিক সমিতি
  • বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ
  • বাংলাদেশ মহিলা শিল্প ও বণিক সমিতি
  • বান্দরবান মহিলা শিল্প ও বণিক সমিতি
  • বরিশাল শিল্প ও বণিক সমিতি
  • বরিশাল মহানগর শিল্প ও বণিক সমিতি
  • বরিশাল মহিলা শিল্প ও বণিক সমিতি
  • ভোলা শিল্প ও বণিক সমিতি
  • বগুড়া শিল্প ও বণিক সমিতি
  • ব্রাহ্মণবাড়িয়া শিল্প ও বণিক সমিতি
  • চাঁদপুর শিল্প ও বণিক সমিতি
  • চাঁপাইনবাবগঞ্জ শিল্প ও বণিক সমিতি
  • নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি

~ বি ~ শ্রেণির চেম্বার

যৌথ চেম্বার সদস্য

~ এ ~ শ্রেণির চেম্বার

  • আমেরিকান চেম্বার অব কমার্স বাংলাদেশে
  • অস্ট্রেলিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
  • বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
  • বাংলাদেশ-জার্মান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
  • বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি
  • কানাডা-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি

~ বি ~ শ্রেণির চেম্বার

  • বাংলাদেশ-থাই চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
  • বাংলাদেশ-মিয়ানমার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
  • ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি

শিল্প সমিতির সদস্য

~ এ ~ শ্রেণির এসোসিয়েশন

  • এডভার্টাইসিং এজেন্সিস এসোসিয়েশন অফ বাংলাদেশ
  • কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক সমিতি-বাংলাদেশ
  • পএনিম্যাল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অফ বাংলাদেশ
  • বাংলাদেশ খনিজ ও বিশুদ্ধ পানীয় পানির উৎপাদন সংস্থা
  • এসোসিয়েশন অফ এক্সপোর্ট ওরিয়েন্টেড শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিস অফ বাংলাদেশ

~ বি ~ শ্রেণির এসোসিয়েশন

  • বাংলাদেশ সিমেন্ট ট্রেডারস এসোসিয়েশন
  • বাংলাদেশ রসায়নবিদ ও মাদকাসক্ত সমিতি
  • বাংলাদেশ মাছধরা শিল্প সমিতি
  • বাংলাদেশ ফার্মাসিউটিকাল ইমপোর্টার্স এসোসিয়েশন
  • বাংলাদেশ সাময়িকী প্রকাশনা সমিতি

আরও দেখুন

তথ্যসূত্র

  1. ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর, সম্পাদকগণ (২০১২)। "বাংলাদেশ"বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  2. "The Federation of Bangladesh Chambers of Commerce and Industry"www.fbcci-bd.org। ২০১৭-০৯-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-১৮ 

বহি:সংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!