ফুটবল ক্লাব অলিম্পিক দোনেৎস্ক

অলিম্পিক দোনেৎস্ক
পূর্ণ নামফুটবল ক্লাব অলিম্পিক দোনেৎস্ক
প্রতিষ্ঠিত২০০১; ২৪ বছর আগে (2001)
মাঠভালেরি লবানভস্কি দিনামো স্টেডিয়াম
ধারণক্ষমতা১৬,৮৭৩[]
সভাপতিইউক্রেন ভ্লাদিস্লাভ হেলজিন
ম্যানেজারইউক্রেন ইহর ক্লিমোভস্কি
লিগইউক্রেনীয় প্রিমিয়ার লিগ
২০১৯–২০৯ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ফুটবল ক্লাব অলিম্পিক দোনেৎস্ক ([oˈl⁽ʲ⁾impiɡ doˈnɛtsʲk], ইউক্রেনীয়: «Олімпік» Донецьк; এছাড়াও এফসি অলিম্পিক দোনেৎস্ক অথবা অলিম্পিক দোনেৎস্ক নামে পরিচিত) হচ্ছে দোনেৎস্ক ভিত্তিক একটি ইউক্রেনীয় পেশাদার ফুটবল ক্লাব।[] এই ক্লাবটি বর্তমানে ইউক্রেনের শীর্ষ স্তরের ফুটবল লিগ ইউক্রেনীয় প্রিমিয়ার লিগে খেলে। এই ক্লাবটি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। অলিম্পিক দোনেৎস্ক তাদের সকল হোম ম্যাচ দোনেৎস্কের ভালেরি লবানভস্কি দিনামো স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৬,৮৭৩। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইহর ক্লিমোভস্কি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ভ্লাদিস্লাভ হেলজিন। ইউক্রেনীয় রক্ষণভাগের খেলোয়াড় দমিত্রো হরিশকো এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ঘরোয়া ফুটবলে, অলিম্পিক দোনেৎস্ক এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি ইউক্রেনীয় প্রথম লিগ এবং ১টি ইউক্রেনীয় দ্বিতীয় লিগ শিরোপা রয়েছে।

অর্জন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:ফুটবল ক্লাব অলিম্পিক দোনেৎস্ক টেমপ্লেট:ইউক্রেনীয় প্রিমিয়ার লিগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!