এটি ফিলিস্তিন রাষ্ট্রে ব্যবহৃত পতাকাগুলোর একটি তালিকা।
জাতীয় পতাকা
পতাকা
তারিখ
ব্যবহার
বর্ণনা
২০০৬–বর্তমান
ফিলিস্তিনের জাতীয় পতাকা
আরব বিদ্রোহের পতাকার আদলে তৈরি এবং ফিলিস্তিনী জাতীয় কর্তৃপক্ষ (১৯৯৪ থেকে) এবং ফিলিস্তিন রাষ্ট্রের (২০১৩ থেকে) প্রতিনিধিত্ব করতে ব্যবহৃত হয়।
১৯৯৭–বর্তমান
রাষ্ট্রপতির পতাকা
ফিলিস্তিনী জাতীয় কর্তৃপক্ষের রাষ্ট্রপতির পতাকা[ ১]
২০০৭–বর্তমান
হামাসের পতাকা
২০০৭ সাল থেকে গাজা উপত্যকায় ফিলিস্তিনী পতাকার পাশাপাশি ব্যবহৃত হচ্ছে।
পৌর পতাকা
পতাকা
তারিখ
ব্যবহার
বর্ণনা
১৯৫০–বর্তমান
আল-কুদসের অনানুষ্ঠানিক পতাকা
প্যান আরব রং ভিত্তিক
ঐতিহাসিক পতাকা
মেন্ডেটরি ফিলিস্তিনের পতাকা
প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯২০ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত বর্তমান ফিলিস্তিন ও ইসরায়েল ব্রিটিশ বেসামরিক প্রশাসনের অধীনে পরিচালিত হতো, যা মেন্ডেটরি প্যালেস্টাইন নামে পরিচিত। এ সময়ে ব্যবহৃত পতাকাগুলোর তালিকা নিম্নরূপ:
পতাকা
ব্যবহার
ইউনিয়ন জ্যাক
ব্রিটিশ ফিলিস্তিনের নৌ-নিশান
শুল্ক ও ডাক বিভাগের পতাকা
হাই-কমিশনারের পতাকা
তথ্যসূত্র
রাষ্ট্র-সম্পর্কিত ভ্রাম্যমান সামরিক ভ্রাম্যমান অসামরিক
অন্য সত্ত্বাসমূহ নকশা অনুসারে দেশ অনুসারে মহাদেশ অনুসারে ইতালিক অহ্মরে নির্দেশিত নামসমূহ
নন-সার্বভৌমত্ব (নির্ভরশীল) অঞ্চলসমূহ এবং / অথবা প্রাক্তন দেশসমূহ।
ফিলিস্তিনের বিভিন্ন বিষয়ের নিবন্ধসমূহ