ফিলিপ কোন
|
|
পূর্ণ নাম |
ফিলিপ ফ্রঁসোয়া কোন |
---|
জন্ম |
(1998-04-02) ২ এপ্রিল ১৯৯৮ (বয়স ২৬) |
---|
জন্ম স্থান |
ডিনস্লাকেন, জার্মানি |
---|
উচ্চতা |
১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি) |
---|
মাঠে অবস্থান |
গোলরক্ষক |
---|
|
বর্তমান দল |
রেড বুল জালৎসবুর্গ |
---|
জার্সি নম্বর |
১৮ |
---|
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:২৬, ৪ ডিসেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ফিলিপ ফ্রঁসোয়া কোন (জার্মান: Philipp Köhn, জার্মান উচ্চারণ: [fˈiːlɪp kˈøːn ]; জন্ম: ২ এপ্রিল ১৯৯৮; ফিলিপ কোন নামে সুপরিচিত) হলেন একজন সুইজারল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে অস্ট্রীয় ক্লাব রেড বুল জালৎসবুর্গ এবং সুইজারল্যান্ড জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।
২০১৬ সালে, কোন সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সুইজারল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।
প্রারম্ভিক জীবন
ফিলিপ ফ্রঁসোয়া কোন ১৯৯৮ সালের ২রা এপ্রিল তারিখে জার্মানির ডিনস্লাকেনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
কোন কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ৯ই নভেম্বর তারিখে ঘোষিত সুইজারল্যান্ডের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[১][২]
তথ্যসূত্র
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে
ফিলিপ কোন সংক্রান্ত মিডিয়া রয়েছে।