ফিলিপ কোন

ফিলিপ কোন
২০১৯ সালে রেড বুল জালৎসবুর্গের হয়ে কোন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ফিলিপ ফ্রঁসোয়া কোন
জন্ম (1998-04-02) ২ এপ্রিল ১৯৯৮ (বয়স ২৬)
জন্ম স্থান ডিনস্লাকেন, জার্মানি
উচ্চতা ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
রেড বুল জালৎসবুর্গ
জার্সি নম্বর ১৮
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:২৬, ৪ ডিসেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ফিলিপ ফ্রঁসোয়া কোন (জার্মান: Philipp Köhn, জার্মান উচ্চারণ: [fˈiːlɪp kˈøːn ]; জন্ম: ২ এপ্রিল ১৯৯৮; ফিলিপ কোন নামে সুপরিচিত) হলেন একজন সুইজারল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে অস্ট্রীয় ক্লাব রেড বুল জালৎসবুর্গ এবং সুইজারল্যান্ড জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

২০১৬ সালে, কোন সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সুইজারল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন

ফিলিপ ফ্রঁসোয়া কোন ১৯৯৮ সালের ২রা এপ্রিল তারিখে জার্মানির ডিনস্লাকেনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

কোন কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ৯ই নভেম্বর তারিখে ঘোষিত সুইজারল্যান্ডের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[][]

তথ্যসূত্র

  1. "FIFA World Cup Qatar 2022 – Squad list" (পিডিএফ)FIFA। ১৫ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২২ 
  2. "Murat Yakin gibt Schweizer WM-Aufgebot bekannt" [Murat Yakin announces Swiss World Cup squad] (জার্মান ভাষায়)। Swiss Football Association। ৯ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২২ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!