ফাতিহ কারাগুমরুক স্পোর্তিদ ফালিয়েতলার (তুর্কি: Fatih Karagümrük Spor Kulübü; এছাড়াও ফাতিহ কারাগুমরুক স্পোর্টস ক্লাব নামে পরিচিত) হচ্ছে কারাগুমরুক ভিত্তিক একটি তুর্কি পেশাদার ফুটবল ক্লাব।[১] এই ক্লাবটি বর্তমানে তুরস্কের শীর্ষ স্তরের ফুটবল লিগ সুপার লিগে খেলে। এই ক্লাবটি ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ফাতিহ কারাগুমরুক তাদের সকল হোম ম্যাচ কারাগুমরুকের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৭৬,৭৬১। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন শেনোল চান এবং সভাপতির দায়িত্ব পালন করছেন সেরকান হুর্মা। তুর্কি রক্ষণভাগের খেলোয়াড় আরপারস্লান এরদেম এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[২]
তথ্যসূত্র
বহিঃসংযোগ
টেমপ্লেট:ফাতিহ কারাগুমরুক স্পোর্টস ক্লাব
|
---|
মিল্লি লিগ | |
---|
১.লিগ | |
---|
সুপার লিগ | |
---|
চ্যাম্পিয়ন | |
---|
বর্তমান | |
---|
প্রাক্তন ক্লাব | |
---|