ফাতিহ কারাগুমরুক স্পোর্টস ক্লাব

ফাতিহ কারাগুমরুক
পূর্ণ নামফাতিহ কারাগুমরুক স্পোর্তিদ ফালিয়েতলার
ডাকনামকারা কিরমিজি
প্রতিষ্ঠিত১৯২৬; ৯৯ বছর আগে (1926)
মাঠআতাতুর্ক অলিম্পিক স্টেডিয়াম
ধারণক্ষমতা৭৬,৭৬১
সভাপতিতুরস্ক সেরকান হুর্মা
ম্যানেজারতুরস্ক শেনোল চান
লিগসুপার লিগ
২০১৯–২০৫ম (প্লে-অফের মাধ্যমে উত্তীর্ণ)
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ফাতিহ কারাগুমরুক স্পোর্তিদ ফালিয়েতলার (তুর্কি: Fatih Karagümrük Spor Kulübü; এছাড়াও ফাতিহ কারাগুমরুক স্পোর্টস ক্লাব নামে পরিচিত) হচ্ছে কারাগুমরুক ভিত্তিক একটি তুর্কি পেশাদার ফুটবল ক্লাব।[] এই ক্লাবটি বর্তমানে তুরস্কের শীর্ষ স্তরের ফুটবল লিগ সুপার লিগে খেলে। এই ক্লাবটি ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ফাতিহ কারাগুমরুক তাদের সকল হোম ম্যাচ কারাগুমরুকের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৭৬,৭৬১। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন শেনোল চান এবং সভাপতির দায়িত্ব পালন করছেন সেরকান হুর্মা। তুর্কি রক্ষণভাগের খেলোয়াড় আরপারস্লান এরদেম এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[]

তথ্যসূত্র

  1. "ক্লাবের অবস্থান"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২০ 
  2. "বর্তমান মৌসুমের দল"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

টেমপ্লেট:ফাতিহ কারাগুমরুক স্পোর্টস ক্লাব

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!